অঙ্কুশের পোস্টে বিয়ের সাজে কৌশানি! বনিকে দিলেন বিশেষ বার্তা

বাংলাহান্ট ডেস্ক: অঙ্কুশ হাজরা (ankush hazra) ও ঐন্দ্রিলা সেন, টলিউডের এই জুটির প্রেম কাহিনি সকলেরই জানা। নয় নয় করে দীর্ঘ দশ বছর কাটিয়ে দিয়েছেন একসঙ্গে। কিন্তু হঠাৎ করে অভিনেতার পোস্টে কিনা বধূ সাজে কৌশানি মুখোপাধ‍্যায়ের (koushani mukherjee) ছবি! সোমবার হঠাতই এমন কাণ্ড দেখে চোখ কপালে নেটজনতার।

কিন্তু আচমকা কনের সাজে কৌশানির ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে কেন শেয়ার করতে গেলেন অঙ্কুশ? আসলে সোমবার ছিল কৌশানির জন্মদিন। ২৯ বছরে পা দিলেন অভিনেত্রী। এদিন সহ অভিনেত্রীকে শুভেচ্ছা জানানোর জন‍্যই এই বিশেষ কায়দা করেছেন অঙ্কুশ।

IMG 20210518 123605
ক‍্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা। এই ছবিটা দিলাম বনিকে জানাতে যে আর যেন দেরি না করে। খুব ভাল থাক।’ উত্তরে কৌশানি লিখেছেন, ‘অনেক ধন‍্যবাদ। কোভিডের জন‍্য সব দেরিতেই হবে।’ বনি কয়েকটা হাসির ইমোজি দিয়েছেন কমেন্টে। উল্লেখ‍্য, কৌশানির কনে সাজের এই ছবিটি ‘কেলোর কীর্তি’ ছবির। অঙ্কুশের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

জন্মদিনে প্রেমিকার জন‍্য একগুচ্ছ গোলাপ ও একটি দারুন কেক উপহার পাঠিয়েছেন বনি। সেই সঙ্গে কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি। তা‍ঁর শেয়ার করা একটি বুমেরাং ভিডিওতে দেখা যায় বনিকে কোলে তুলে নিয়েছেন কৌশানি। ক‍্যাপশনে অভিনেতা লিখেছেন, বার্থডে গার্ল সবথেকে শক্তিশালী।

https://www.instagram.com/p/CO9xockrORF/?utm_medium=copy_link

প্রসঙ্গত, কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী হয়ে বিজেপির মুকুল রায়ের কাছে গো হারা হেরেছেন কৌশানি। সেই হারের ধাক্কা সামলে ফের নিজের পুরনো রূপে ফিরে এসেছেন কৌশানি। বেশ কিছুদিন পর আবারো গ্ল‍্যামারাস লুকে হাজির হয়েছেন তিনি। একটি কালো শর্ট ড্রেসে ক‍্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। যে ছবি দেখে প্রেমিক বনির মন্তব‍্য, ‘আয়ে হায়ে হিরোইন ইজ ব‍্যাক’।

https://www.instagram.com/p/CO8Zw_sBiOl/?utm_medium=copy_link

কৌশানি উত্তর দিয়েছেন, ‘হ‍্যাঁ, ফিরে আসছি’। এই মন্তব‍্য দেখে অনেকেই ধন্দে পড়েছেন, তবে কি ভোটে হেরে রাজনীতিকে বিদায় জানালেন কৌশানি? উত্তর যদিও মেলেনি‌। তবে আরেকটি নতুন ছবি শেয়ার করেছেন তিনি। হলুদ শর্ট ড্রেসে বাথটাবে বসে পোজ দিয়েছেন কৌশানি।

এই ছবিতে বনির প্রশ্ন, ‘ছবিটা তুলে কে দিয়েছে?’ সঙ্গে সঙ্গে অভিনেত্রীর উত্তর, ‘এমনিতেই সেটা সবাই জানে’। দুজনের এই কমেন্ট কমেন্ট খেলা দেখে এটা বেশ স্পষ্ট যে দুজন আলাদা রাজনৈতিক দলে থাকলেও সম্পর্কে কিন্তু এতটুকু আঁচ পড়েনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর