কানাডার স্বামীনারায়ণ মন্দিরে চলল হামলা! দেওয়ালে লেখা হল ভারত বিরোধী স্লোগান! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: এবার কানাডার (Canada) টরন্টোর BAPS স্বামীনারায়ণ মন্দিরে (BAPS Shri Swaminarayan Mandir, Toronto) ভারত বিরোধী স্লোগান ও হামলার বিষয়ে ভারত আপত্তি জানিয়েছে। পাশাপাশি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কানাডা সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা নিতেও অনুরোধ করে ভারত। ইতিমধ্যেই টুইট মারফত ভারতীয় হাইকমিশন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে। জানা গিয়েছে, গত মঙ্গলবার দুষ্কৃতীরা সেখানে হামলা চালায় এবং মন্দিরের গায়ে ভারত বিরোধী স্লোগান লিখে দেয়।

পাশাপাশি, এই সংক্রান্ত ভিডিও প্রকাশিত হয়েছে নেটমাধ্যমেও। যেখানে দেখা গিয়েছে, মন্দিরের দেওয়ালে “হিন্দুস্তান মুর্দাবাদ” সহ “খালিস্তান জিন্দাবাদ”-এর মত ভারত বিরোধী স্লোগান লেখা রয়েছে। এদিকে, ভারতীয় হাইকমিশনের টুইটের আগে, ইতিমধ্যেই বেশ কয়েকজন কানাডার পার্লামেন্টের সদস্য এবং হিন্দুরাও স্বামীনারায়ণ মন্দিরে চলা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

হাইকমিশন তার টুইটে বলেছে, “আমরা টরন্টোর BAPS স্বামীনারায়ণ মন্দিরে ভারত বিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জানাই। কানাডা প্রশাসনের উচিত এই বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।” পাশাপাশি, এই প্রসঙ্গে কানাডার সাংসদ চন্দ্র আর্য জানিয়েছেন যে, হিন্দু কানাডিয়ানরা হিন্দু মন্দিরে চলা এহেন হামলার বিষয়ে চিন্তিত। টুইটে তিনি বলেন, “টরন্টোর স্বামীনারায়ণ মন্দিরে খালিস্তানি উগ্রপন্থীদের বর্বরতার ঘটনাটিকে সকলের নিন্দা করা উচিত। এটাই একমাত্র ঘটনা নয়। কানাডায় হিন্দু মন্দিরগুলি অতীতেও ঘৃণ্য অপরাধের শিকার হয়েছে। হিন্দুরা এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন।”

এদিকে, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে, যেগুলিতে মন্দিরের দেওয়ালে থাকা খালিস্তানপন্থী স্লোগানগুলি দেখা গিয়েছে। এই প্রসঙ্গে কানাডার সাংসদ রুবি সাহোতা বলেছেন, “স্বামীনারায়ণ মন্দিরে এহেন স্লোগান প্রদর্শন অত্যন্ত অবমাননাকর ও জঘন্য বিষয়। কানাডায় সব ধর্মেরই ভয় বা ভীতি ছাড়া পালন করার অধিকার রয়েছে। এই কাজের জন্য অপরাধীদের শাস্তি হওয়া উচিত।”

এমতাবস্থায়, ব্রাম্পটন দক্ষিণের সাংসদ সোনিয়া সিধু একটি টুইট বার্তায় বলেছেন, “টরন্টোর স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুরের ঘটনায় আমি হতবাক। আমরা একটি বহুসাংস্কৃতিক এবং বহুবিশ্বাসী সম্প্রদায়ে বাস করি, যেখানে প্রত্যেকে নিরাপদ বোধ করার যোগ্য। এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের প্রস্তুত থাকা উচিত। এই দুষ্কর্মের ফল তাদের সহ্য করতে হবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর