প্রধানমন্ত্রী মোদীকে করোনা আনার নায়ক বলে কটাক্ষ করলেন অনুব্রত মন্ডল

বাংলাহান্ট ডেস্কঃ ‘ভারতে করোনা আনার নায়ক মোদী’ বললেন তৃণমূলে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এবার মোদী (Narendra Modi) অমিত শাহকে (Amit Shah) একযোগে আক্রমণ করলেন তৃণমূলে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা রাজনীতিরও অভিযোগ করেছেন তিনি। গুজরাত মডেল নিয়েও কটাক্ষ করলেন অনুব্রত।

Anubrata1

মোদীকে করোনা আনার নায়ক বলে আক্রমন অনুব্রত মণ্ডলের

ভারতে করোনা আনার নায়ক হলেন প্রধানমন্ত্রী মোদী। এই অভিযোগ করে বীরভূম তৃণমূল জেলা সভাপতি বলেন নমস্তে ট্রাম্প হল। আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে আহমেদাবাদ, দিল্লি, আগ্রা ঘুরলেন মোদী। সেখানকার লোকজন এদেশে এসেই করোনা ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই কারণে দেশে সংক্রমণের নায়ক নরেন্দ্র মোদী, মন্তব্য করেছেন তিনি।

narendra modi and amit shah 3

‘গুজরাত মডেল’ শব্দবন্ধনীর বলে কটাক্ষ

‘গুজরাত মডেলকে’ শব্দবন্ধনীরও কটাক্ষ করলেন অনুব্রত। তিনি বলেছেন, গুজরাত মডেলের কথা বলে ওরা হা হা করে, সেখানে মানুষ মরছেন, হাজার হাজার মহিলা হায় হায় করছেন। তাঁর অভিযোগ অপদার্থ, ভাঁওতাবাদ প্রধানমন্ত্রীর জন্য আজ দেশে এই অবস্থা।

anubrata 1

স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ অনুব্রত মণ্ডলের

স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও আক্রমণ করেন। তিনি বলেন, যে পদে উনি রয়েছেন, তা নিয়ে কোনও অভিজ্ঞতা নেই। অমিত শাহের বিরুদ্ধে মিথ্যা কথা বলে রাজনীতির অভিযোগ তুলেছেন অনুব্রত।

লকডাউনে রাজ্যে বিজেপির আন্দোলন নিয়ে প্রশ্ন 

লকডাউনে যেখানে রাস্তায় সাতজনের বেশি জমায়েত নিষিদ্ধ, সেখানে বিজেপি নেতারা রাস্তায় নেমে কীভাবে আন্দোলন করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনুব্রত মণ্ডল।

সম্পর্কিত খবর