‘অতীত তোমায় তাড়া করবেই’, আমির খানকে বয়কট করার প্রেক্ষিতে প্রতিক্রিয়া অনুপম খেরের

বাংলাহান্ট ডেস্ক : রিলিজ হয়েছে লাল সিং চাড্ডা এবং বক্স অফিসের এক্কেবারে মুখ থুবড়ে পড়েছে এই সিনেমা। বর্তমানে কোন সিনেমা বক্স অফিসে চলবে বা চলবে না তা যে আসলেই নিয়ন্ত্রণ করে দর্শকমহল তা সরাসরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দর্শকরা ।

বয়কটের ডাক দেওয়া হয়েছিল এই সিনেমার বিরুদ্ধে এবং বয়কট সম্পূর্ণভাবে সফলতা লাভ করেছে। সিনেমা তৈরির জন্য হওয়া খরচের টাকা এখনো পর্যন্ত তুলতে পারেনি বক্স অফিস। ট্রেন্ডে গা ভাসিয়ে সিনেমা হলে “লাল সিং চাড্ডা” থেকে বিমুখী দর্শকমহল। বয়কটের বিভিন্ন কারণ চোখের সামনে আসলেও অনেকের অভিযোগের তীর উঠেছে আমির খানের বিরুদ্ধে। ২০১৫ সালে এক বক্তব্যের জের টেনে নিয়ে এসে শুরু হয়েছিল এই ট্রেন্ড।

বলিউডের এই সিনেমা এখনো অব্দি দেশে ১০০ কোটির ব্যবসা করে উঠতে পারেনি যেখানে সিনেমার জন্য খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।এ নিয়ে এবার প্রথমবারের জন্য মন্তব্য করলেন অনুপম খের। অনুপমের অভিযোগের আঙুল ঘুরেছে আমির খানের দিকেই। শুধু তাই নয় তিনি এটাও মন্তব্য করেছেন যে টুইটারে বয়কট ডাকার ট্রেন্ড খুবই স্বাভাবিক একটি ব্যাপার।

যেকোনো ঘটনার পেছনে থাকে একটি অন্তর্নিহিত কারণ। আর এই বয়কটের সিদ্ধান্তের পেছনে আসলে রয়েছে আমির খানেরই ২০১৫ সালের একটি দেশের বিরুদ্ধে করা মন্তব্য । সিনেমার রিলিজের কিছুদিন আগেই হঠাৎ ভাইরাল হয়ে যায় তার ২০১৫ সালের করা মন্তব্যের একটি ভিডিওক্লিপ। ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিও ক্লিপে আমির খান বলেছিলেন, ” আমার স্ত্রী আমাকে বারবার দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলেন, আমাদের এই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত? আমার স্ত্রী সকালবেলা উঠে সংবাদপত্র হাতে নিতে ভয় পায়। ভয় পায় দেশের পরিস্থিতি দেখে। খুব ভয়ংকর একটা কথা। ও ভয় পায় নিজের সন্তানদের নিয়ে। একটা অস্থিরতা তৈরি হচ্ছে একটা হতাশা তৈরি হচ্ছে।”

Aamir khan laal

২০১৫ সালে আমিরের এই বক্তব্যে উথাল পাথাল হয়ে যায় নেট দুনিয়া। মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে এই মন্তব্য ঘিরে। সেই মন্তব্যের জেরে এই বয়কট। এ নিয়ে অনুপম ক্ষের এর বক্তব্য , “তুমি অতীতে যা বলেছ, তা তোমাকে তাড়া করবেই “। টুইটারে এই নতুন বয়কটের ট্রেন্ড আসার পক্ষে তিনি বলেন , “কেউ যদি মনে করে সে টুইটারে নতুন একটা ট্রেন্ড শুরু করতে চায়, তাহলে সেটা সে করতেই পারে, এতে ভুল কিছু নেই। টুইটারে রোজ নতুন নতুন ট্রেন্ড চালু হচ্ছে।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর