২০ বছর ধরে বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে তীর্থ করান, ব‍্যক্তিকে আর্থিক সাহায‍্যের ইচ্ছাপ্রকাশ অনুপম খেরের

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় অভিনেতা অনুপম খেরের (Anupam Kher) শেয়ার করা ভিডিওগুলি বেশ ভাইরাল হয়। নেটদুনিয়ায় ভাল রকমই সক্রিয় থাকেন থাকেন তিনি। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশের পাশাপাশি টুকটাক ভিডিও শেয়ার করতে থাকেন বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন তিনি।

সেখানে দেখা যাচ্ছে, এক ব‍্যক্তি কাঁধের ঝাঁকাতে নিজের মাকে বসিয়ে নিয়ে যাচ্ছেন। জানা যাচ্ছে, ওই ব‍্যক্তির নাম কৈলাস গিরী ব্রহ্মচারী। মডার্ন শ্রবণ কুমারের নামেই বেশি জনপ্রিয় তিনি। তাঁর ৮০ বছর বয়সী বৃদ্ধা মা দৃষ্টিশক্তিহীন। তাই গত ২০ বছর ধরে তাঁকে এভাবেই কাঁধে নিয়ে দেশজুড়ে বিভিন্ন তীর্থক্ষেত্রে নিয়ে যান কৈলাস।

anupam kher 1564972361
ছবিটি শেয়ার করে অনুপম লিখেছেন, ‘ছবির সঙ্গে দেওয়া তথ‍্যগুলো মনকে আবেগঘন করে তোলে! প্রার্থনা করি যেন এটা সত‍্যি হয়। কেউ যদি এই ব‍্যক্তির খোঁজখবর দিতে পারেন দয়া করে আমাদের জানাবেন।’ অভিনেতা জানিয়েছেন, তাঁর সংস্থা ওই ব‍্যক্তি ও তাঁর মায়ের গোটা জীবনের যেকোনো জায়গায় তীর্থযাত্রার খরচ দিতে গর্বিত বোধ করবে।

অনুপম খের ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে অভিনেতার। তার মাধ‍্যমে বঞ্চিত শিশুদের পড়াশোনার ভার নেন অনুপম। পাশাপাশি ক‍্যানসার আক্রান্তদের চিকিৎসার দায়িত্বও নেন তিনি। অভিনেতার এই মানবিক উদ‍্যোগ নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

https://www.instagram.com/p/Cfk2-XiDn3N/?igshid=YmMyMTA2M2Y=

শেষবার দ‍্য কাশ্মীরি ফাইলস ছবিতে দেখা গিয়েছিল অনুপমকে। তারপর অনুপমের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, দুজন ব‍্যক্তি অভিনেতার মাথায় ফুল ছিটিয়ে পুজো করছেন। অনুপম গায়ে নামাবলী চড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন। পূজার্চনার ছোট্ট ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি।

ক‍্যাপশনে হিন্দিতে অনুপম লিখেছিলেন, ‘গত কয়েকদিন ধরে বা বলা ভাল দ‍্য কাশ্মীর ফাইলস মুক্তির পাওয়ার পর থেকেই তিন চারদিন অন্তর অন্তর আমার বাড়ির নীচে পণ্ডিত কিংবা পুরোহিতরা এসে উপস্থিত হন। তাঁরা এসে পুজো করে কিছু না নিয়েই চলে যান। ওঁদের আশীর্বাদ পেয়ে আমি কৃতার্থ ও কৃতজ্ঞ। হর হর মহাদেব!’


Niranjana Nag

সম্পর্কিত খবর