গরমে প্রাণ হাঁসফাঁস, বাঙালির পান্তা ভাত-বেগুনভাজাতেই শান্তি খুঁজে পেলেন অনুষ্কা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বৈশাখের শুরু থেকেই আগুন ঢালছে সুয‍্যিমামা। গরমে অস্থির অস্থির ভাব। এই সময়ে বাঙালির সবথেকে বড় বন্ধু নিঃসন্দেহে জল ঢালা ঠাণ্ডা পান্তা ভাত। একটু কাঁচা পেয়াজ আর ভাজাভুজি পেলেই বাঙালি খুশি। এই স্বাদে এবার ভাগ বসালেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও (Anushka Sharma)।

না, অনুষ্কার কোনো বাঙালি যোগসূত্র নেই। তবে কর্মসূত্রে এক বাঙালির চরিত্রে অভিনয় করছেন তিনি। ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে আসছেন তিনি। তাই নিজেকে আরেকটু বাঙালি করে তোলার চেষ্টা আর কী!


দেশ এবং বিদেশের বড় বড় স্টেডিয়াম গুলিতে শুটিং করবেন অনুষ্কা। চড়া রোদের মধ‍্যে ঘন্টার পর ঘন্টা শুটিং করতে হবে। তাই শরীর ঠাণ্ডা রাখতে বাঙালি খাবারের দিকেই ঝুঁকেছেন বিরাট পত্নি। সোমবার নিরামিষাশী অনুষ্কার মধ‍্যাহ্ন ভোজনের থালায় ছিল পান্তা ভাত সহ আরো কিছু বাঙালি খাবার।

নিজের খাবারের প্লেটের ছবি শেয়ার করেছেন অনুষ্কা। সরু চালের পান্তা ভাতের উপরে শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দেওয়া। পাশেই ঝাল ঝাল করে শুকনো লঙ্কা দিয়ে মাখা আলুসেদ্ধ। রয়েছে গোল করে কাটা বেগুন ভাজা এবং আরো কিছু ভাজাভুজি। এছাড়াও পান্তা ভাতের সঙ্গে আবশ‍্যক কাঁচা পেয়াজ আর লঙ্কা নিতেও ভোলেননি অনুষ্কা। লোভনীয় প্লেটের ছবি শেয়ার করে জিভে জল আনা ইমোজিও দিয়েছেন অভিনেত্রী।


প্রায় চার বছর পর অভিনয়ে অনুষ্কার কামব‍্যাকে খুশি তাঁর ভক্তরা। কিন্তু অনেকেই মনে করেন, ঝুলন হিসাবে অনুষ্কাকে মানাচ্ছে না। কারোর মতে, বায়োপিক যখন বানানো হচ্ছে তখন গায়ের রংটা অন্তত মেলানো উচিত ছিল। অনেকে প্রশ্ন করেছেন, কোনো বাঙালি অভিনেত্রীকে নেওয়া যেত না? কিংবা শ‍্যামবর্ণা অভিনেত্রীকে ছবিতে নেওয়া উচিত ছিল বলেও দাবি করেছেন অনেকে।

সম্পর্কিত খবর

X