রাধারানী সাজে মা লক্ষ্মী, প্রতিমার পোশাক কিনতে গিয়ে এবার কী ঘটে অপরাজিতার সঙ্গে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আজ কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলার ঘরে ঘরে চলছে ধনদেবীর আরাধনা। বাদ নেই তারকারাও। বিশেষ করে অভিনেত্রী অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) বাড়ির লক্ষ্মীপুজো জনপ্রিয়। প্রতি বছর নিজের হাতে মাকে সাজিয়ে তোলেন অভিনেত্রী। নিজেও সাজেন মা লক্ষ্মীর মতো করেই। কিন্তু এবার বাড়ির মা লক্ষ্মীকে সাজানোর পোশাক কিনতে গিয়ে বিপাকে পড়লেন অপরাজিতা (Aparajita Adhya)।

মা লক্ষ্মীকে সাজাতে গিয়ে কী ঘটে অপরাজিতার (Aparajita Adhya) সঙ্গে?

রবিবার রাত থেকেই নিজে হাতে মা লক্ষ্মীকে সাজানো শুরু করেছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। বেশ রাত করেই গড়িয়াহাটের একটি দোকানে মা লক্ষ্মীর জন্য নতুন পোশাক কিনতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে গিয়েই তিনি জানতে পারেন, দুর্গাপুজোর আগে আর পুজোর সময়ে বৃষ্টির জেরে নাকি দোকানের সব জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে।

Aparajita Adhya celebrated kojagori lakshmi puja at home

চিন্তায় পড়েন নায়িকা: কার্যত মাথায় হাত পড়ে অপরাজিতার (Aparajita Adhya)। একে তো রাত হয়ে যাওয়ায় প্রায় সব দোকানই বন্ধ, উপরন্তু ওই দোকানের বিক্রেতাও বুঝতে পারছিলেন না যে কেমন ধরণের পোশাক দেবেন অপরাজিতাকে (Aparajita Adhya)। শেষে বাধ্য হয়ে অভিনেত্রীই জোর করেন খুঁজে দেখতে, যাতে কিছু অন্তত পাওয়া যায়। কারণ লক্ষ্মীপুজোর আগের দিন রাতেই দেবী প্রতিমাকে সাজাতে হবে তাঁকে।

আরও পড়ুন : উত্তরবঙ্গে রক্তাক্ত খগেন মুর্মু, নেপথ্যে তৃণমূলের হাত? বিষ্ফোরক অভিযোগ এনে স্ত্রীর হুঙ্কার, ‘দিল্লি যাব’

শেষমেশ পছন্দ হয় পোশাক: কিন্তু পোশাক বিক্রেতা পরপর পোশাক দেখালেও অপরাজিতার (Aparajita Adhya) কিছুই পছন্দ হচ্ছিল না। শেষে তাঁর চোখ পড়ে একটি গোলাপি রঙের ঘাগড়ার উপরে। ওই পোশাকটি দেখেই অভিনেত্রীর মনে হয়, মা লক্ষ্মীর এটাই মনে ধরবে। তাই এবার ঘাগড়াতেই সেজে উঠেছেন অপরাজিতার বাড়ির দেবী প্রতিমা।

আরও পড়ুন: মৃত্যুর ২৪ ঘন্টা আগে কারা হানা দেন জুবিনের ঘরে! মামলার মোড় ঘুরিয়ে দিল বিষ্ফোরক তথ্য

কাঁচ বসানো গোলাপি ঘাগড়া, ওড়নায় যেন রাধারাণীর মতোই দেখতে লাগছে মা লক্ষ্মীকে। হাতে পায়ে আলতা, সর্বাঙ্গে গয়না মুকুট পরিয়ে প্রতিমাকে সাজিয়ে তুলেছেন অপরাজিতা। নিজেও তিনি লাল পাড় সাদা শাড়ি, সোনার গয়নায় সেজে উঠেছিলেন অপরাজিতা। অভিনেত্রীর কথায়, মা লক্ষ্মী নিজেই নিজের পোশাক পছন্দ করে নিয়েছেন।