অসুস্থ বৃদ্ধা মাকে সুস্থ করে তুলছেন, সরস্বতীকে কুর্নিশ জানালেন অপরাজিতা

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ‍্য (aparajita adhya)। সিরিয়াল থেকে সিনেমা সবেতেই দাপটের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাঁকে। আট থেকে আশি, অপরাজিতার অভিনয় ও মিষ্টি স্বভাবের ভক্ত সকলেই। কিন্তু অভিনেত্রী নিজে অন‍্য একজনের ভক্ত হয়ে উঠেছেন। সেই মানুষটার প্রতি নিজের কৃতজ্ঞতা জানাতে সোশ‍্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছেন।

কে এই মানুষ? আসলে শুটিং এর অনুমতি মেলার পর থেকেই ব‍্যস্ততা বেড়েছে অপরাজিতার। এদিকে বাড়িতে বৃদ্ধা মা অসুস্থ‍। কাজের চাপে অপরাজিতার পক্ষে এখন আর সম্ভব নয় মায়ের দেখাশোনা। তাই তিনি পেশাদারের সাহায‍্য নিয়েছেন। সরস্বতী নামের এক মহিলা অপরাজিতার অসুস্থ মায়ের সেবা শুশ্রূষার দায়িত্ব নিয়েছেন। আর তাঁর হাতে মায়ের ভার ছেড়ে বাস্তবিকই নিশ্চিন্ত অভিনেত্রী।

IMG 20210717 210047
কৃতজ্ঞতা প্রকাশ করে মা ও সরস্বতীর পাশে বসে একটি ছবি শেয়ার করেছেন অপরাজিতা। তিনি লিখেছেন, ‘আমার মা আর আমার মাঝখানে যে বসে আছে সে হল সরস্বতী। ওর মধ্যে লক্ষ্মীর অনেক গুণ। আজ মা যতদিন অসুস্থ হয়েছেন সেই ১৭ ফেব্রুয়ারি থেকে আমার মায়ের পরিষেবা দিচ্ছে, মাকে সুস্থ করে তুলছে, মাকে নতুন করে হাঁটতে শিখিয়েছে। তার সাথে মায়ের রাগ, মায়ের বিরক্তি, মায়ের এক কথা বার বার বলা সব কিছু মেনে নিয়ে রাতের পর রাত জেগে একই ভাবে মাকে সরিয়ে তোলার চেষ্টা করছে। আজ ও আছে বলেই এই কোভিড পরিস্থিতিতে আমি মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। মাকে ওর ভরসায় রেখে, ও আছে বলেই শুটিং এ যেতে পারছি। সত‍্যি কথা বলতে দ্বিধা নেই, আমি আমার মায়ের এত সেবা নিজে কখনোই করিনি।’

https://www.instagram.com/p/CRZXREQIsXu/?utm_medium=copy_link

অভিনেত্রী আরো লিখেছেন, ‘আমার অনেক ফ্যান, কিন্তু আমি সরস্বতীর ফ্যান। আমার চোখে ওরাই হিরো। আজ সরস্বতীরা আছে বলেই শুধু দেশে নয় বিদেশেও মানুষ নিশ্চিন্ত তার পরিবার বা বাবা মাকে দেশে রেখে। এই মানুষ গুলোর মূল্যায়ন টাকা পয়সায় হয় না। কুর্ণিশ এদের প্রাপ্য।’

Niranjana Nag

সম্পর্কিত খবর