‘আমাকে নিতে হলে…’ সিরিয়ালে ফিরতে বিরাট দাবি অপরাজিতার! চিন্তায় পড়লেন প্রযোজকরাও

বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগতে বড়পর্দা এবং ছোটপর্দা দুটোরই গুরুত্ব অপরিসীম। দর্শকদের বিনোদন যোগাতে দুই মাধ্যমই চলে হাত ধরাধরি করে। ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীরা যেমন বড়পর্দায় পা রাখছেন, তেমনি সিনেমার তারকারাও আসছে সিরিয়ালে। বড়পর্দার এমনি এক জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), যিনি টেলিভিশনেও একই রকম জনপ্রিয়। 

শেষবার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকে আর ফেরার কোনো নামই করছেন না অভিনেত্রী। বরং তিনি ব্যস্ত সিনেমা নিয়ে। তবে ছোটপর্দা থেকে একবারে দূরে তিনি নেই। কারণ ‘ঘরে ঘরে জি বাংলা’ রিয়েলিটি শোটির অন্যতম সঞ্চালিকা তিনিই। কিন্তু সিরিয়ালে তাঁকে ফেরত পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে দর্শকদের?

   

Aparajita adhya gave some clause to comabck in serial

লক্ষ্মী কাকিমা শেষ হওয়ার পর কেটে গিয়েছে প্রায় ছয় মাস। অন্যান্য অভিনেত্রীরা কামব্যাক করলেও অপরাজিতা এখনো কোনো নতুন সিরিয়ালের ঘোষণা করেননি। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টেলিভিশনে ফেরা নিয়ে মুখ খুললেন অপরাজিতা।

আরও পড়ুন: সিনেমায় সুযোগ পেয়ে ঔদ্ধত্য বেড়েছে সৌমিতৃষার! দেবের নায়িকার কথা শুনে মন ভাঙল ভক্তদের

তাঁর কথায়, তাঁকে নিয়ে সিরিয়াল বানাতে গেলে আর্থিক দিক দিয়ে ভাবনা চিন্তা করতে হয় অনেক। তিনি এক রকম বুঝিয়েই দিয়েছেন যে তাঁকে সিরিয়ালে কাস্ট করতে গেলে বাজেট বেশি লাগে। শুধু কি তাই? সিরিয়ালে ফেরার জন্য একগুচ্ছ শর্ত শুনিয়ে দিয়েছেন অপরাজিতা আঢ্য।

আরও পড়ুন: সানাই বাজার আর দেরি নেই, ডুবে ডুবে জল খাওয়ার পর অবশেষে বিয়ের ঘোষণা টলিউডের সুপারহিট জুটির!

কী কী শর্ত রয়েছে তাঁর? অপরাজিতা বলেন, এখন একই রকম সিরিয়ালের ট্রেন্ড শুরু হয়েছে। একটা গল্প যদি হিট হয়ে যায় তাহলে বাকি সিরিয়ালগুলিও সেই গল্প অনুযায়ীই করা হয়। কিন্তু অপরাজিতা বাঁধা গতে পড়তে রাজি নন। তাঁর স্পষ্ট কথা, তাঁকে নিয়ে সিরিয়াল করতে হলে অন্য রকম কিছু ভাবতে হবে।

চরিত্র পছন্দ হলে তবেই তিনি হ্যাঁ বলবেন। আর সেই চরিত্র তাঁকে যেমন ভাবে বলা হবে তেমন ভাবেই যেন ফুটিয়ে তোলা হয়। পরে চরিত্রের মোড় ঘোরানো যাবে না। অপরাজিতার কথায় অনেকটাই রূপা গঙ্গোপাধ্যায়ের সুর পেয়েছেন অনেকে। তবে তিনি বলেন, ছোটপর্দাই তাঁকে অপরাজিতা আঢ্য করে তুলেছে। এটা তাঁর পছন্দের জায়গা। তিনি সিরিয়ালে ফিরতে চান। তবে মানতে হবে এই কয়েকটি শর্ত।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর