বাংলাহান্ট ডেস্ক: মাত্র এক সপ্তাহ হল শুরু হয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)। দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেই বল নিজের কোর্টে নিয়ে নিয়েছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। পোড় খাওয়া অভিনেত্রী তিনি। ক্যামেরার সামনে তাঁর উপস্থিত হওয়া মাত্র দর্শকদের নজর টেনে নিতে পারেন। ঠিক তেমনটাই হয়েছে ‘লক্ষ্মী কাকিমা’তেও। প্রথম সপ্তাহেই সেরা দশের টিআরপি তালিকায় ঢুকে পড়েছে এই সিরিয়াল।
শুধুমাত্র অভিনয় না। নাচেও একই রকম দক্ষ অপরাজিতা। কিছুদিন আগেই নিজের জন্মদিনে ‘উ আনটাভা’তে কোমর দুলিয়েছিলেন তিনি। অপরাজিতা মানুষটাই অত্যন্ত প্রাণবন্ত। তাঁর প্রাণখোলা হাসি যেমন অন্যের মুখে ফাসি ফোটানোর ক্ষমতা রাখে, তেমনি বয়সকে তোয়াক্কা না করে গানের ছন্দে তাঁর নেচে ওঠা দেখেও অনেকেই অনুপ্রেরণা পান।
এবার নিজের সিরিয়ালের টিমকে সঙ্গে নিয়ে নেচেছেন অপরাজিতা। অনস্ক্রিন মেজ জা, পুত্রবধূর মাঝে মধ্যমণি হয়ে ‘কভি আর কভি পার’ গানে চুটিয়ে নেচেছেন তিনি। গানের ছন্দে ঠুমকার সঙ্গে সঙ্গে লক্ষ্মী কাকিমার তুখোড় এক্সপ্রেশন বাস্তবেই ঘায়েল করেছে নেটিজেনদের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই ভিডিওটি শেয়ার করেছেন অপরাজিতা।
সপ্তাহ খানেক আগে শুরু হয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। বাড়ির বড় বৌ মাঝবয়েসি লক্ষ্মী এই সিরিয়ালের নায়িকা। শাশুড়ি, স্বামী, ছেলে, পুত্রবধূ, জা, দেওর সবাইকে নিয়ে ভরা সংসার তার। এছাড়াও আরেকজন সদস্য রয়েছে লক্ষ্মীর সংসারে। সেটা হল তার মুদির দোকান ‘লক্ষ্মী ভান্ডার’।
https://www.instagram.com/reel/CaZNm63At0D/?utm_medium=copy_link
একা হাতে সংসার সামলে, দোকান সামলে ধারকর্জ চোকায় লক্ষ্মী। এই কদিনেই অপরাজিতার দুরন্ত অভিনয় মন জিতে নিয়েছে দর্শকদের। অপরাজিতা ছাড়াও সিরিয়ালে রয়েছেন দেবশঙ্কর হালদার, রত্না ঘোষালের মতো দাপুটে অভিনেতা অভিনেত্রীরাও।