প্রাণ সংশয়, ভিনরাজ্যে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে অপরাজিতা আঢ্য! কী হয়েছিল অভিনেত্রীর?

   

বাংলা হান্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য। আর অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) মানেই সবসময় হাসিখুশি,প্রাণখোলা এবং বিন্দাস স্বভাবের। দাপুটে এই অভিনেত্রী সিনেমার পাশাপাশি সমান জনপ্রিয় ছোটপর্দার দর্শকদের কাছেও।

স্টার জলসার পর্দায় রবিবার ছিল তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘জল থৈ থৈ ভালোবাসা’র (Jol Thoi Thoi Bhalobasha) অন্তিম পর্বের সম্প্রচার। যদিও তার আগেই শেষ হয়েছে, এই ধারাবাহিকের শুটিং। গত বছরের সেপ্টেম্বর মাসেই কোজাগরী বসু চরিত্রের হাত ধরেই  বহুদিন পর নতুন রূপে কামব্যাক করেছিলেন অভিনেত্রী।

তবে ভালো টিআরপি থাকা সত্ত্বেও, কিংবা নিয়মিত স্লট লিড করার পরেও আচমকাই  ১ বছর হওয়ার আগেই শেষ করে দেওয়া হয়েছে এই ধারাবাহিক। সিরিয়াল শেষ হওয়ার পর অভিনেত্রী এখন ভ্যাকেশন মুডে।  আর প্রত্যেক বাঙালির মতোই কাছে পিঠে ঘুরতে যাওয়ার জন্য তিনিও বেছে নিয়েছেন সকলের প্রিয় দীপুদার পুরীকে।

আরও পড়ুন: ভালো নেই সন্ধ্যা রায়! বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন, কি বললেন চিকিৎসকরা?

আসলে এই তিন জায়গাই  বাঙালির কাছে এমনই জায়গা যেখানে মানুষ একবার নয়, বারবার যেতে পারেন। অভিনেত্রীও তার ব্যতিক্রম নয়, এদিন পুরো সমুদ্র সৈকতে স্বামী অতনু হাজরার সাথে হাজির হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেখানে গিয়ে সমুদ্রে নামতেই ঘটে যায় বিপত্তি। সে কথাই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে একটি ভিডিও করেছিলেন অভিনেত্রী। কি হয়েছিল ছোট পর্দার কোজাগরির?

ভিডিওতে দেখা যাচ্ছে টি-শার্ট আর শর্টস পরে রয়েছেন অপরাজিতা আঢ্য আর  অতনু হাজরা। এরপর দেখা যায়, বালির ওপর দু’পা ছড়িয়ে বসে অভিনেত্রী বলছেন,’পুরীর সমুদ্রের ব্যাপারই আলাদা। কিন্তু আমি প্রায় ঢেউয়ের তোড়ে চলে যাচ্ছিলাম। কোনওরকমে উঠে এসেছি। আর পায়ে কেটে গেছে। কিন্তু এর পরও খুব মজা লাগছে।’ এরপরেই দেখা যায় আপন মনে সমুদ্রের ভেজা বালিতে বসেই সুন্দর করে ভালোবাসার চিহ্ন আঁকছেন অভিনেত্রী। যা ঢেউ ভাঙা সাদা ফেনায় মিলিয়ে যায় নিমেষের মধ্যে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর