বাংলা Hunt : সাম্প্রতিক ভারতবর্ষের দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সহানুতা। বলে ৪৯জন বুদ্ধিজীবীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে খোলা চিঠি লিখে।
সেই রেশ কাটতে না কাটতেই দেশদ্রোহী এবং দেশবিরোধী কথা বলার জন্য অবশেষে মামলা হল অপর্ণা সেন সহ ৯ জনের।
এখানে বলা হয়েছে দেশদ্রোহী কথা বলার জন্য অপর্ণা সেন সহ ৯জনের নামে মামলা করা হয়েছে মামলায় উল্লেখ করা হয়েছে ব্যক্তিগত উদ্দেশ্য পূর্ণ দেশকে কালিমালিপ্ত ভাবমূর্তি নষ্ট করে বুদ্ধিজীবী মহল ভুল মানুষের বার্তা দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে বিহারের মুজাফফর নগর সুজিত বাবু মামলাটি করেন এবং আদালত মান্যতা দেয় আগামী ৯ তারিখ মামলার হাজিরা থাকতে হবে।
এই ৯ জনকে বিজেপি নেতৃত্ব বারবার দাবি করেছে জয় শ্রীরাম একটি ধর্মীয় সংগঠনের কিছু মানুষ দেশের মর্যাদা নষ্ট করছে লজ্জিত করছে দেশকে সেই পরিপ্রেক্ষিতে বিহার কোর্টে মামলাটি করা হয়েছে বলে সূত্র জানাচ্ছে।
এখন দেখার বিষয় এই মামলার কোথায় গিয়ে গড়ায় পাল্টা আইনি পথে হাঁটবেন কিনা তা এখনও পরিষ্কার হয়নি কিন্তু এটি পরিষ্কার যে মামলাটি হয়েছে তাতে কিছুটা হলেও চাপে পড়বে বুদ্ধিজীবী মহল।
মোদি সরকারের একশ্রেণীর বুদ্ধিজীবী মহল তারা এইদিকে তীব্র প্রতিবাদ জানান তারা বলেন দেশে কোনো গণপিটুনি হচ্ছে না এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বুদ্ধিজীবী মহল কোন দিকে যায়।এখনো পর্যন্ত অপর্ণা সেন, কৌশিক সেন, সৌমিত্র চট্টোপাধ্যায় আরো কিছু বুদ্ধিজীবি কোনো উত্তর পাওয়া যায়নি কিন্তু এই খোলা চিঠিকে হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে নেমেছে বিজেপি।
এই পরিপেক্ষিতে বিজেপি অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও বুদ্বিজীবিদের আক্রমণ করেন এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।