বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে পুরোদমে এবং ইতিমধ্যেই বেশ কিছু উত্তেজক ম্যাচ উপহার দিয়েছে কাতার বিশ্বকাপ। ফেভারিট আর্জেন্টিনা প্রথম ম্যাচে হতাশ করেছে কিন্তু গতবারের বিশ্বজয়ী ফ্রান্স বা গত ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ড প্রত্যাশামতোই যাত্রা শুরু করেছে। সেই সঙ্গে ভালো ফুটবল উপহার দিয়েছে তিউনিশিয়া, ইকুয়েডর, ওয়েলস, সৌদি আরবের মতো দলগুলিও।
তবে সকলেই জানে যে উপমহাদেশের ফুটবলভক্তদের আবেগ আবর্তিত হয় মূলত লাতিন আমেরিকান দুই ফুটবল পাওয়ার হাউস ব্রাজিল এবং আর্জেন্টিনাকে কেন্দ্র করে। এবারেও তার ব্যতিক্রম না। জার্মানি, স্পেন, পর্তুগালের ভক্ত থাকলেও সংখ্যার বিচারে তারা ব্রাজিল বা আর্জেন্টিনা ভক্তদের তুলনায় অত্যন্ত নগন্য। বিশ্বকাপ চলাকালীন মাঝেমধ্যেই এক পক্ষের ভক্তদের সঙ্গে অপর পক্ষের ভক্তদের বচসায় জড়াতেও দেখা যায়।
এমনই ঘটনা এবার ঘটতে দেখা গেল কেরালায়। কলকাতার মতই কেরালাতেও ফুটবলপ্রেমী মানুষের অভাব নেই। কিন্তু এবার ওখানকার ব্রাজিল পর্তুগাল এবং আর্জেন্টাইন ভক্তদের মধ্যে হাতাহাতির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ব্রাজিল, আর্জেন্টিনা পর্তুগালের জার্সি পরা বেশ কিছু ফুটবল ভক্ত অপরের সঙ্গে খন্ড যুদ্ধে লিপ্ত হয়েছেন, এমন একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
A fight between fans of Brazil and Argentina in Kerala! Begaane ke shaadi me…! #QatarWorldCup2022 #Brazil #Argentina #Kerala pic.twitter.com/0mUnxO2ajs
— Ananth Rupanagudi (@Ananth_IRAS) November 22, 2022
খোঁজ নিয়ে জানা গিয়েছে যে একটি দলের সমর্থকদের পদযাত্রা চলাকালীন অপর একটি দলের সমর্থকরা সৃষ্টি করলে সেখানে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ঘটনাটি ঘটেছে কেরালার কোল্লামের, শক্তিকুলাঙ্গারা পুলিশ স্টেশনের অন্তর্গত একটি এলাকায়। ইতিমধ্যে আইপিসি ১৬০ ধারায় আপত্তিজনক পরিস্থিতি তৈরীর একটি মামলাও দায়ের করা হয়েছে ওখানকার থানায়।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। কিন্তু সৌদি আরবের বিরুদ্ধে তাদের হার গোটা বিশ্বকে চমকে দিয়েছে। যদিও এখনো তাদের সামনে পুরোপুরি সুযোগ রয়েছে মেক্সিকো এবং পোল্যান্ডকে হারিয়ে পরবর্তী রাউন্ডে অগ্রসর হওয়ার। ব্রাজিল মাঠে নামবে কাল রাতে সার্বিয়ার বিরুদ্ধে। মেসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবল প্রেমীরা।