বাংলাহান্ট ডেস্ক : সময়ের আগেই আচমকা বন্ধ বিদ্যুৎ পরিষেবা। মাঝপথেই থেমে গেল অরিজিৎ সিংয়ের (Arijit Singh) গান। সম্প্রতি এমনই ঘটনা ঘটে লন্ডনের, টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গায়কের কনসার্টে। সময় শেষ হওয়ার আগেই আচমকা নিভে যায় স্টেডিয়ামের সমস্ত আলো। বাধ্য হয়ে নির্ধারিত সময়ের আগেই কনসার্ট বন্ধ হয়ে যায় অরিজিতের (Arijit Singh)।
আচমকাই মাঝপথে বন্ধ অরিজিতের (Arijit Singh) শো
শুক্রবার লন্ডনে শো ছিল অরিজিতের (Arijit Singh)। সাইয়ারা গায়ক একের পর এক জনপ্রিয় গানে মঞ্চ মাতাচ্ছিলেন। কিন্তু আচমকাই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ। যার জেরে সময়ের আগেই কনসার্ট বন্ধ করে দিতে হয় তাঁকে। এদিনের একাধিক ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অনুরোধেও কাজ হয়নি: জানা গিয়েছে, প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে এই চলে অরিজিতের (Arijit Singh) শো। স্টেডিয়ামের আশপাশের ১ মাইল রাস্তা বন্ধ করে দিতে হয়েছিল কার্ফুর জেরে। তাই আচমকা বন্ধ করে দেওয়া হয় স্টেডিয়ামের আলোও। অরিজিতের (Arijit Singh) বারবার অনুরোধেও কোনও লাভ হয়নি। একাধিক ভাইরাল ভিডিও থেকে জানা যায়, আরও ২০ মিনিট সময় চেয়েছিলেন অরিজিৎ। কিন্তু রাত সাড়ে দশটায় আচমকা থমকে যায় সবকিছু।
আরও পড়ুন : ১০০০ কিমি পথ মাত্র ১১ ঘন্টায়! দিওয়ালির আগেই এই রুটে চালু নতুন বন্দে ভারত স্লিপার, ভাড়া কত?
কী অভিযোগ দর্শকদের: দর্শকদের অভিযোগ, সাড়ে দশটা নাগাদ আচমকাই সব আলো নিভে যায়। কার্ফুর জন্য আর একটি মিনিটও অতিরিক্ত সময় দেওয়া হয়নি। কোনও রকম বিদায় সম্ভাষণ ছাড়াই আচমকা থেমে যায় কনসার্ট। অন্ধকার মঞ্চ দেখে ধীরে ধীরে বেরিয়ে যান দর্শকরা।
London stadium allegedly cut power at Arijit Singh’s show without letting him say goodbye or finishing the song due to curfew time of 10:30 pm.
Meanwhile, the video of him singing ‘Saiyaara’ at the concert is #trendingvideo . pic.twitter.com/kYayipLCMw
— keshav ram tripathi (@keshavramtripa2) September 7, 2025
আরও পড়ুন : বাড়ি বয়ে প্রস্তাব দিয়ে গিয়েছিলেন রাজামৌলি, তবুও ‘বাহুবলী’তে কাজ করেননি শ্রীদেবী! কেন?
এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অরিজিৎ ভক্তরা রীতিমতো ক্ষুব্ধ। অনেকে লিখেছেন, গানটা অন্তত শেষ করতে দেওয়া উচিত ছিল । আড়ালে আবার অনেকে এও বলছেন, অরিজিৎ নিজেই দেরিতে এসেছিলেন। এতে লন্ডনের স্টেডিয়াম কর্তৃপক্ষের দোষ নেই।