একী! Ed Sheeran’র হাতে অরিজিতের ‘ঝিলিক’ গিটার! কলকাতায় ‘আর কবে’র পর টার্গেট লন্ডন

বাংলাহান্ট ডেস্ক : প্রতিবাদের শহরে ঝড় তুলেছে অরিজিৎ সিং (Arijit Singh) এর ‘আর কবে’। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সোচ্চার অরিজিৎ (Arijit Singh) জানিয়েছিলেন, তিনি পথে নামবেন। শেষ পর্যন্ত পথে না নামলেও নিজের লেখা এবং সুর দেওয়া গান ‘আর কবে’ রিলিজ করেন তিনি। যে গান জুনিয়র ডাক্তারদের থেকে আমজনতার প্রতিবাদ মিছিলে শোনা গিয়েছে বারংবার। কিন্তু অরিজিৎ (Arijit Singh) নিজে এখন কোথায়?

এখন কোথায় রয়েছেন অরিজিৎ (Arijit Singh)

বর্তমানে কলকাতায়, জিয়াগঞ্জে বা মুম্বইতে নেই অরিজিৎ (Arijit Singh)। তিনি রয়েছেন দেশের বাইরে, লন্ডনে। সেখানে চলছে অরিজিতের (Arijit Singh) কনসার্ট। ১৫ ই সেপ্টেম্বর কলকাতায় ছিল জুনিয়র ডাক্তার সহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মহা মিছিল। সমগ্র কলকাতায় যখন আন্দোলনের সুর চড়া, তখন সূদূর লন্ডনে গিটারে সুর তুলেছেন অরিজিৎ (Arijit Singh)। তবে তিনি একা নয়। বড় চমক দিয়ে তাঁর সঙ্গে ছিলেন জনপ্রিয় মার্কিন গায়ক এড শিরান।

আরো পড়ুন : অনেক হল অভিনয়, এবার রাজনীতিতে ভাগ্য পরীক্ষা, কোন দলে নাম লেখাবেন রাইমা?

কনসার্টের ছবি ভাইরাল গায়কের

সোমবার সোশ্যাল মিডিয়ায় সেই কনসার্টের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অরিজিৎ (Arijit Singh)। সেখানেই দেখা মিলেছে এড শিরানের। দুই প্রিয় গায়ককে এক মঞ্চে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। ছবি শেয়ার করে অরিজিৎ (Arijit Singh) লিখেছেন, ‘লন্ডন, গতকাল রাতে এত ভালোবাসা দেখানোর জন্য ধন্যবাদ। ভালোবাসা এবং কৃতজ্ঞতা।’ পোস্টে এড শিরানকে ট্যাগ করেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। অরিজিতের (Arijit Singh) ‘ঝিলিক’ লেখা গিটার দেখা গিয়েছে এড শিরানের হাতে।

আরো পড়ুন : ‘কারা ফুসমন্তর দিচ্ছে’, জুনিয়র ডাক্তারদের GB মিটিংয়ের লাইভ স্ট্রিমিং এর দাবি তুললেন দেবাংশু

উৎফুল্ল এড শিরান ভক্তরা

এর আগের এশিয়া ইউরোপ ট্যুরের অংশ হিসেবে মুম্বইতে এসে পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের সঙ্গে একটি অনুষ্ঠানে গান গাইতে দেখা গিয়েছিল এড শিরানকে। তাঁর ভারতীয় শ্রোতারা তখন থেকেই অপেক্ষায় ছিল আরো ভারতীয় সঙ্গীতশিল্পীদের সঙ্গে এড শিরানের গান শোনার জন্য।

Arijit Singh

উল্লেখ্য, মাস কয়েক আগে অসুস্থতার কথা জানিয়ে কনসার্ট বাতিল করেছিলেন অরিজিৎ (Arijit Singh)। অগাস্ট মাসের সমস্ত শো পিছিয়ে দিয়েছিলেন তিনি। তখনি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এরপরের শোগুলি আরো ম্যাজিক্যাল হবে। সেই প্রতিশ্রুতি যে অরিজিৎ রেখেছেন তা বলাই বাহুল্য।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর