মামুলি মশকরাও গায়ে লেগেছিল সলমনের, শত্রুতা করে তিনটি ছবি থেকে অরিজিতের গান মুছে দেন ভাইজান

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে থাকতে হলে সলমন খানকে (salman khan) সমঝে চলতে হবে, এ এক অলিখিত নিয়ম ইন্ডাস্ট্রির। ভাইজানের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে তার কেরিয়ারের সেখানেই শেষ। এমন উদাহরণ বড় কম নেই বলিউডে। এমনকি একটি সাধারন মশকরার জন‍্য অরিজিৎ সিংয়ের (arijit singh) মতো একজন প্রতিভাবান গায়ককে সলমনের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। নিজের তিনটি ছবি থেকে তাঁর গান মুছে দিয়েছিলেন ভাইজান।

শুরুটা হয় এক অ্যাওয়ার্ড শো থেকে। সেখানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সলমন ও রিতেশ দেশমুখ। ‘আশিকি ২’ ছবিতে সুপারহিট গান ‘তুম হি হো’র জন‍্য সেরা গায়কের পুরস্কার পেয়েছিলেন অরিজিৎ। পুরস্কার নিতে মঞ্চে ওঠায় গায়ককে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। একেবারে ছিমছাম পোশাক, পায়ে চপ্পল পরে অ্যাওয়ার্ড শোতে চলে এসেছিলেন তিনি।

664072 arijit singh
আসলে সেই সময়ে সুরকার প্রীতমের একটি গান নিয়ে অত‍্যন্ত ব‍্যস্ত ছিলেন অরিজিৎ। বাহারি সাজসজ্জার দিকে কোনো খেয়ালই ছিল না তাঁর। অরিজিৎকে মঞ্চে দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেননি সলমন। তিনি জিজ্ঞাসা করেন, “তুই বিজেতা?” অরিজিৎ ঘুমিয়ে পড়েছিলেন কিনা সে ব‍্যাপারেও সন্দেহ প্রকাশ করেন সলমন।

উত্তরে গায়ক শুধু বলেছিলেন, সলমনদের সঞ্চালনা শুনেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু পালটা উত্তর আশা করেননি ভাইজান। অরিজিতের এই ছোট্ট মশকরাও তাঁর গায়ে লেগে যায়। সঙ্গে সঙ্গে তিনি বিদ্রূপ করে ‘তুম হি হো’ গানটি গেয়ে বলেন, এমন গান শুনে সবার ঘুমই পাবে। পরবর্তীকালে অবশ‍্য মজা করার জন‍্যও ভদ্রতার খাতিরে মেসেজ পাঠিয়ে ভাইজানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন অরিজিৎ।

 

মুখে গায়ককে ক্ষমা করলেও মনে মনে যে অন‍্য কিছুই চলছিল অভিনেতার তা বোঝা যায় পরেই। প্রথমে নিজের ছবি ‘কিক ২’ থেকে গায়কের গান বাদ দিয়ে দেন সলমন। মিত ব্রাদারস দের সঙ্গে গানটি গাওয়াও হয়ে গিয়েছিল অরিজিতের। তারপর ফের ধাক্কা। বজরঙ্গি ভাইজান ছবিতে তাঁর গান রাখতে অস্বীকার করেন সল্লু মিঞা।

arijit salman 1464252572
এখানেই শেষ নয়। সলমনের ‘সুলতান’ ছবিতে ‘জগ ঘুমেয়া’ গানটি প্রথমে গেয়েছিলেন অরিজিৎই। কিন্তু শত্রুতা করে সেই গান ফের রাহাত ফতেহ আলি খানকে দিয়ে গাওয়ান ভাইজান। বাদ পড়ে অরিজিতের গাওয়া আসল গানটি। কিন্তু এতসবের পরেও গায়কের কেরিয়ার ধ্বংস করা তো দূর, জনপ্রিয়তায় এতটুকু ছাপ পর্যন্ত ফেলতে পারেননি সলমন। নিজের প্রতিভা, পরিশ্রমেই ভাইজানকে টেক্কা দিয়েছেন বাংলার ছেলে।


Niranjana Nag

সম্পর্কিত খবর