বাংলা হান্ট ডেস্ক: নরওয়ের তারকা গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন আবারও তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। কার্লসেন নবমবারের মতো ওয়ার্ল্ড ব্লিটজ টাইটেল জিতে ইতিহাস গড়লেন। তিনি FIDE ওয়ার্ল্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উজবেকিস্তানের তরুণ গ্র্যান্ডমাস্টার নোদিরবেক আবদুসতারভকে হারিয়ে শিরোপা জিতেছেন। এদিকে, ২ দিন আগে, কার্লসেন সেখানে সম্পন্ন হওয়া ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপেও গোল্ড মেডেল জিতেছিলেন। এদিকে, ওয়ার্ল্ড ব্লিটজে কার্লসেন সহ একাধিক কিংবদন্তিকে হতবাক করে দেওয়া ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগেসিকে (Arjun Erigaisi) সেমিফাইনালে পরাজয়ের পর ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তবে, এই টুর্নামেন্টে অর্জুন তাঁর খেলার মাধ্যমে প্রত্যেকের মন জয় করেছেন এবং তাঁর কৌশলের প্রশংসাও করেছেন বিখ্যাত দাবা খেলোয়াড়রা। ব্রোঞ্জ পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অর্জুনকে অভিনন্দন জানিয়েছেন।
ব্রোঞ্জ জিতলেন অর্জুন এরিগেসি (Arjun Erigaisi):
৩ টি গেম টাই থাকার পর কার্লসেন শিরোপা জিতেছেন: কার্লসেন এবং আবদুসতারভের মধ্যে শিরোপা লড়াইটি ৪ টি গেম ধরে স্থায়ী হয়েছিল। প্রথম ৩ টি গেম টাই থাকা অবস্থায় শেষ হয়। যেখানে উভয় খেলোয়াড়ই ১.৫ পয়েন্ট করে পেয়েছিলেন। কিন্তু চতুর্থ গেমে কার্লসেন বেশ কিছু অনন্য চালের মাধ্যমে আবদুসতারভকে টেক্কা দেন। ফলস্বরূপ, কার্লসেন ২.৫-১.৫ ব্যবধানে ব্লিটজ শিরোপা জিতে নেন। সামগ্রিক বিষয়টি একটি বিস্ময় হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, কোয়ালিফায়িং রাউন্ডে (সুইস রাউন্ড) কার্লসেনকে সম্পূর্ণরূপে আউট অফ ফর্ম মনে হয়েছিল। একাধিক পরাজয়ের সম্মুখীন হন তিনি। এমনকি একাদশ রাউন্ড পর্যন্ত, সেমিফাইনালে তাঁর অবস্থান খারাপ দেখাচ্ছিল। তবে, শেষপর্যন্ত বাজিমাত করেন কার্লসেন।
আরও পড়ুন: IPL-এর আগে দুরন্ত ফর্মে! হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ব্যাটে ঝড় তুললেন KKR-এর তারকা প্লেয়ার
অর্জুন সেমিফাইনালে সহজেই পৌঁছেছিলেন: জানিয়ে রাখি যে, ১৯ তম রাউন্ডের পর, অর্জুন এরিগেসি ১৫ পয়েন্ট নিয়ে ১ নম্বর স্থান অধিকার করেন এবং সেমিফাইনালে তাঁর স্থান নিশ্চিত করেন। তাঁর পরেই ছিলেন আমেরিকান গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানা (১৪ পয়েন্ট)। ১৯ তম রাউন্ডে ড্রয়ের ফলে কার্লসেন (১৩.৫ পয়েন্ট) এবং আবদুসতারভ (১৩ পয়েন্ট) শেষ ২ টি সেমিফাইনালের স্থান নিশ্চিত করেন। ততক্ষণ পর্যন্ত, অর্জুন শিরোপা জয়ের অন্যতম দাবিদার ছিলেন।
আরও পড়ুন: রয়েছে গুরুতর অভিযোগ! রিলায়েন্সের কাছ থেকে ২.৭০ লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ চাইল সরকার
তবে, ২০২১ সালের ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়ন আবদুসতারভ সেমিফাইনালে তাঁর চাল দিয়ে অর্জুনকে পরাজিত করেন। এরিগেসিকে দোহায় ০.৫-২.৫ ব্যবধানে পরাজিত হয়ে তাঁর দ্বিতীয় ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এর আগে গত রবিবার, তিনি র্যাপিড দাবায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। অন্য সেমিফাইনালে, ম্যাগনাস কার্লসেন ফ্যাবিয়ানো কারুয়ানাকে ৩-১ ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছিলেন এবং নবমবারের মতো শিরোপা জয় করেন।
India’s strides in chess continue!
Congratulations to Arjun Erigaisi for winning the Bronze at the FIDE World Blitz Chess Championship in Doha, following his bronze medal in FIDE Rapid Chess Championship recently. His skills, patience and passion are exemplary. His successes…
— Narendra Modi (@narendramodi) December 31, 2025
‘দাবায় ভারতের অগ্রগতি অব্যাহত’, অর্জুনের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর: উল্লেখ্য যে, দোহায় দ্বিতীয় ব্রোঞ্জ পদক জয়ের জন্য অর্জুন এরিগেসিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ‘X’ মাধ্যমে লিখেছেন, ‘দাবায় ভারতের অগ্রগতি অব্যাহত রয়েছে। দোহায় সম্পন্ন হওয়া FIDE ওয়ার্ল্ড ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ের জন্য অর্জুন এরিগেসিকে অনেক অভিনন্দন। সম্প্রতি তিনি FIDE র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন। তাঁর দক্ষতা, ধৈর্য এবং আবেগ প্রশংসনীয়। তাঁর সাফল্য তরুণদের অনুপ্রাণিত করবে। আমার শুভকামনা তাঁর সঙ্গে রয়েছে।’












