প্রায় দেড় লক্ষ টাকার মোবাইল, ২ লক্ষ টাকার ল্যাপটপ! অর্পিতার গ্যাজেট দেখে চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : বঙ্গ রাজনীতিতে এক নতুন আলোচিত মুখ অর্পিতা মুখোপাধ্যায়। সম্প্রতি তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকেরা উদ্ধার করেছেন নগদ একুশ কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার গয়না,ও বেশ কিছু দামী গেজেট। এই বিপুল পরিমাণ সম্পত্তি ফ্ল্যাটে গচ্ছিত রাখার কারণে এখন খবরের শিরোনামে অর্পিতা। এসএসসি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতাকেও গ্রেফতার করা হয়েছে। শুধু টাকা পয়সা বা গয়নাগাটি নয় অর্পিতার সংগ্রহে ছিল একাধিক বিলাসবহুল গেজেট। এই গেজেটসের জন্যও এখন তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে।

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় কুড়িটি মোবাইল ফোন। তার মধ্যে তার ব্যক্তিগত ব্যবহারের জন্য রয়েছে samsung galaxy s 22 ultra 5g। 1,34,999 টাকা মূল্যের এই মোবাইল ফোনটিতে রয়েছে 12 GB RAM + 1 TB স্টোরেজ। 6.8 ইঞ্চি AMOLED ডিসপ্লে যুক্ত এই মোবাইলটিতে IP68 রেটিং রয়েছে। এছাড়াও এই ফোনে যুক্ত আছে 108 এমপি প্রাইমারি ক্যামেরা। প্রিমিয়াম সেগমেন্টের এই মোবাইলটি ছাড়াও তার কাছ থেকে উদ্ধার হয়েছে আর বেশ কিছু দামি মোবাইল সেট।

   

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে অর্পিতাকে অ্যাপেল ব্র্যান্ডের অত্যাধুনিক ল্যাপটপ ব্যবহার করতেও দেখা গেছে। ফেসবুকে দেওয়া একটি ছবিতে দেখা যায় অর্পিতা Apple Macbook Air M1 ব্যবহার করেন। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। এই অত্যাধুনিক অ্যাপেল ল্যাপটপে রয়েছে 16 GB RAM ও 2 TB স্টোরেজ। 13.3 ইঞ্চির এই ল্যাপটপটি M 1 প্রফেসর যুক্ত।এছাড়াও বিভিন্ন সময় অর্পিতাকে Apple Airpods Pro ওয়্যারলেস ইয়ারবাড সহ লক্ষ্য করা গেছে বিভিন্ন ছবিতে।

শুধু টাকা বা গয়না নয় ,অতি আধুনিক প্রযুক্তিগত যন্ত্রের প্রতিও অর্পিতা মুখোপাধ্যায় এর যে গভীর আসক্তি ছিল তা এ থেকেই পরিষ্কার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর