এবার সমবায় দুর্নীতিতে নাম জড়াল অরূপ রায়ের, ঘনিষ্টদের চাকরি দেওয়া অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক : দুর্নীতি এবার নাম জড়ালো রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের (Arup Roy)। সমবায়ে নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল এই তৃণমূল নেতার (TMC Leader)। সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সমবায়মন্ত্রীর ঘনিষ্ট ব্যক্তির বোনের সমবায়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে।  শূন্য পদের থেকে দ্বিগুণ লোক নিয়োগ করা হয়েছে বলেও জানা যাচ্ছে। একাধিক ব্যক্তির ঘনিষ্ঠদের চাকরি পাওয়ার অভিযোগ। এরপরেই কলকাতা হাইকোর্টের মামলায় অরূপ রায়ের নাম উঠল। আর মামলার অতিরিক্ত হলফনামায় জমা পড়ল এমনই তথ্য। তমলুক – ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠে আসছে।

তবে সমবায়ে দুর্নীতির অভিযোগ এই প্রথম নয়। রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনেক আগেঔ সিবিআই তদন্ত চেয়েছিল বিজেপি। সেই সময় শমীক ভট্টাচার্য একটি সমবায় ব্যাঙ্কের কথা তুলে ধরে অভিযোগ করে বলেন, ‘সমবায় ব্যাঙ্কের দুর্নীতি বিরাট আকার নিয়েছে।

images 51

গোটা সমবায় ব্যবস্থাই কার্যত তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। একশ্রেণির নেতাদের লুটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমানতকারীদের টাকা নয়ছয় করা হয়েছে। উত্তর ২৪ পরগনা থেকে বহু টাকা সরিয়ে হাওড়ায় নিয়ে আসা হয়েছে। সেই জেলার তৃণমূল বিধায়করা পর্যন্ত এই ইস্যুতে সোচ্চার হয়েছেন। এটা শুধু একটা বা দুটো ক্ষেত্রে প্রযোজ্য নয়। গোটা সমবায় ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্যের সময় ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল। পুরোটা দুর্নীতিতে ডুবে গিয়েছে। তার দায় এড়াতে পারেন না সমবায় মন্ত্রী অরূপ রায়। অন্যান্য রাজ্যের সমবায় ব্যবস্থায় যেভাবে উন্নতি হয়েছে, তার থেকে পশ্চিমবঙ্গ প্রচুর পিছিয়ে রয়েছে। বেনফেডের টাকা নিয়ে কি করছেন? কত প্রকল্পের কথা বলেন। কিন্তু কার্যত কিচ্ছু হয় না। গোটা সমবায় ব্যবস্থা দুর্নীতিতে জর্জরিত। আমরা বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি করছি। সেই সঙ্গে আমরা চাই এর দায় নিয়ে পদত্যাগ করুন সমবায়মন্ত্রী অরূপ রায়।’

এবার সমবায় ব্যবস্থা নিয়ে যে ভাবে গুরুতর অভিযোগ এসেছে সেটা নিয়ে বিজেপি আগামীদিনে কতটা আন্দোলনে নামবে সেদিকে চোখ থাকবে সমস্ত রাজনৈতিক দলেরই। পঞ্চায়েত নির্বাচনের আগে সমবায় দুর্নীতি বেশ অস্বস্তিতে ফেলবে রাজ্যের শাসক দলকে। এমনই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।


Sudipto

সম্পর্কিত খবর