বিসিসিআই সভাপতি হিসাবে দাদা সব চ্যালেঞ্জ খুব সহজে মোকাবেলা করতে পারবেন: গৌতম গম্ভীর।

সদ্য বিসিসিআই সভাপতি হয়েছেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু সভাপতি হলেও দাদার হাতে দায়িত্ব মাত্র দশ মাস। আর এই অল্প সময়ের মধ্যেই দাদাকে করতে হবে অনেক কাজ। আর এবার দাদার বিসিসিআই সভাপতির আয়ু যাতে দীর্ঘায়ু হয় সেই জন্য দাদাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রাপ্তন ভারত ওপেনার ও বর্তমানে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে গৌতম গম্ভীর এক প্রতিবেদনে জানিয়েছেন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থা কিছুটা হলেও খারাপ। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এক প্রাপ্তন ভারত অধিনায়ক বিসিসিআই এর সিংহাসনে বসায় ভালো হল ভারতীয় ক্রিকেটের পক্ষে। সেই সাথে গম্ভীর আশাবাদী যে সৌরভ গাঙ্গুলি ক্রিকেট প্রশাসক হিসাবে যথেষ্ট সাফল্য অর্জন করবে।

131126342c05ec716ed1144cbb9894fd2ff2c5096

সেই সাথে গম্ভীর জানিয়েছেন দাদা সিএবি-র প্রেসিডেন্ট থাকার সময় অনেক যুগান্তকারী পরিবর্তন এনেছেন। অনেক উন্নতি করেছেন সিএবির। কিন্তু এই মুহূর্তে দাদা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন তাই এখন দাদার কাঁদে অনেক বেশি দায়িত্ব সেই সাথে বিসিসিআই এর সমস্ত কাজকর্ম ঠিকঠাক ভাবে করতে হলে দাদাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমার বিশ্বাস দাদা সেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন এবং শুধু 10 মাস নয় বরং আরও বেশিদিন তিনি বিসিসিআই এর সভাপতি পদে থাকতে পারবেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর