বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় নির্বাচনী প্রচার শুরু হতেই সব দলের পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজ। সেই মত আসানসোলের ( Asansol ) ছেলিডাঙ্গা এলাকায় দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। তবে ওই এলাকার বিজেপির ( BJP ) দেওয়াল লিখনের মূল কর্মকর্তার মাকে এবার মারধরের অভিযোগ তুলে টুইট করল কেন্দ্রীয় বিজেপি নেতা অমিত মালব্য ( Amit Malviya )।
ছেলে বিজেপির দেওয়াল লিখনের উদ্যোগ নেওয়াতে বৃদ্ধা মাকে মারধরের এই অভিযোগের আঙুল উঠল তৃণমূলের বিরুদ্ধে। টুইটে অমিত মালব্য ওই বৃদ্ধার একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে ওই ৮০ বছরের বৃদ্ধাকে বলতে শোনা যাচ্ছে, ছেলেরা দেওয়াল লিখতে বেরিয়ে যাওয়ার বাড়িতে সে একাই ছিল, তারপর পুচু দলবল নিয়ে তার বাড়িতে আসে। তার ছেলে ওদেরকে বলেছিল যে, তাদের না জানিয়ে দেওয়াল লিখে ভালো করেনি। তারপরই পুচু দলবল নিয়ে তার বাড়িতে আসে বলে জানান বৃদ্ধা। তবে বৃদ্ধা এও জানান যে, ওদের মধ্যে টুকাই, পিন্টু, চিন্টু বেশি ঝামেলা করেছে। ওরা সব সময় ঝামেলা করে বলেও অভিযোগ করেন ওই বৃদ্ধা।
তবে বৃদ্ধাকে মারধর করেছে কিনা, সেই প্রশ্ন জিজ্ঞেস করাতে তারামনি নামে ওই বৃদ্ধা জানান, আমাকে নিয়ে টানাহেঁচড়া করেছে। আমার হাতে এখনও ব্যাথা। ঘরের দরজা ভেঙে ফেলে, গাড়িও ফেলে দেয় বলে জানান তিনি। তার ছেলেরা বিজেপি করে বলেই ওদের রাগ বলেন বৃদ্ধা।
বৃদ্ধার ওই অভিযোগের ভিডিও অমিত মালব্য টুইট করে লেখেন, ওই মহিলাও তো একজন মেয়ে। তৃণমূল তাকেও ছাড়িনি! তবে তৃণমূলের ( TMC ) তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও অবধি মেলেনি।