টনিকের মত কাজ করল বুদ্ধদেবের ফোন, সিদ্ধান্ত বদলে নির্বাচনে অংশ নিচ্ছেন অশোক ভট্টাচার্য

বাংলাহান্ট ডেস্কঃ মুহূর্তেই বদলে গেল মত। প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল শিলিগুড়ি (Siliguri) পুরনির্বাচনের প্রার্থী হচ্ছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। মঙ্গলবার দুপুরে জেলা সিপিএম (CPM) কার্যালয়ে সাংবাদিক বৈঠকে প্রথম দফার প্রকাশিত প্রার্থী তালিকা থেকেই দেখা যায়, সেখানে রয়েছে অশোক ভট্টাচার্যর নাম। যেখানে ৬০ শতাংশ রয়েছে নতুন মুখও। প্রকাশিত হয় ৩৫ জন প্রার্থীর নাম।

কিছুদিন আগেই সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা পুরনিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। দলের নেতৃত্বে থাকতে আপত্তি না থাকলেও, নির্বাচনে আর অংশ নেবেন না তিনি- এমনটাই জানিয়েছিলেন।

Ashok Bhattacharya 1

সূত্রের খবর, চার পুরনিগমে (Corporations) ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই অশোক ভট্টাচার্যের কাছে ফোন যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর (Buddhadeb Bhattacharya) দিক থেকে। ফোনের অপ্রান্ত থেকে অশোক ভট্টাচার্যের কাছে প্রস্তাব আসে, ভালোভাবে লড়াই করে দলকে জেতাতেই হবে। আর তারপর থেকেই শুরু হয় জল্পনা। আর তা মঙ্গলবারই সত্যি বলে প্রমাণিত হয়। সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায়, সেখানে রয়েছে অশোক ভট্টাচার্যর নাম। ৬ নং ওয়ার্ডে বামেদের হয়ে লড়বেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি শেষ হল কলকাতা পুরভোট। সেখানে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল শিবির। এবার রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) পক্ষ থেকে রাজ্যের চার পুরনিগমে (Corporations) ভোটের দিনক্ষণ ঘোষণা করা হল।

জানা গিয়েছে, ৪ পুরনিগমে ভোট হবে আগামী ২২ শে জানুয়ারি এবং ফলাফল প্রকাশিত হবে ২৫ শে জানুয়ারি। হাওড়া কর্পোরেশন নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, জানা গিয়েছে নির্বাচন হবে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল কর্পোরশনে।

সূত্রের খবর, নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ শুরু হচ্ছে ২৮ শে ডিসেম্বর থেকে এবং শেষ তারিখ ৩ রা জানুয়ারি। মনোনয়ন স্ক্রুটিনির দিন নির্ধারণ করা হয়েছে ৪ ঠা জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ শে জানুয়ারি। আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করা হবে ৪ ঠা জানুয়ারি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর