নিউজিল্যান্ডের সঙ্গে হারের পর টিম ইন্ডিয়ায় হবে বড় পরিবর্তন, দুই প্লেয়ারকে করা হবে বাতিল

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর ম্যাচ হারার ফলে প্রায় শেষ হয়ে গিয়েছে ভারতের বিশ্ব জয়ের আশা। এখন তাদের নির্ভর করতে হবে অন্য দলের হার জিতের উপর। একমাত্র নিউজিল্যান্ড যদি আফগানিস্তানের কাছে হেরে যায় ভারতের জন্য ক্ষীণ আশার আলো তৈরি হবে শেষ চারে পৌঁছানোর। তবে সেই ক্ষীণ আশার প্রদীপ জ্বালিয়ে রাখতেও প্রথম প্রয়োজন আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয়। আফগানিস্তান নিজেদের দিনে যথেষ্ট বেগ দিতে পারে যে কোন দলকে। আর এই মুহূর্তে ভারতের বিশেষত দুই খেলোয়াড় একেবারেই ফর্মে নেই। তাই বুধবার মোহাম্মদ নবিদের বিরুদ্ধে নামার আগে দলে দুটি বড় পরিবর্তন করতে পারেন বিরাট কোহলি।

IMG 20210912 183315

বরুণ চক্রবর্তীর জায়গায় রবিচন্দ্রন অশ্বিনঃ

পাকিস্তান এবং নিউজিল্যান্ড দুই ম্যাচেই একেবারেই ভালো পারফরমেন্স দিতে পারেননি বরুণ চক্রবর্তী। যেমন পাকিস্তান ম্যাচে মাত্র চার ওভারে তিনি খরচা করেছেন ৩৫ রান তেমনি অন্যদিকে নিউজিল্যান্ড ম্যাচেও ২৩ রান খরচ করেছেন তিনি। শিকার করতে পারেননি একটিও উইকেট। তাই তার জায়গায় অনেকেই রবিচন্দ্রন অশ্বিনকে ফিরিয়ে আনার দাবি তুলেছেন। রবি শুধু যে একজন অভিজ্ঞ অফ স্পিনার নয় প্রস্তুতি ম্যাচেও যথেষ্ট ভাল ফর্মে ছিলেন তিনি। অথচ বিরাট তাকে গুরুত্বপূর্ণ ম্যাচে সেভাবে ব্যবহারই করলেন না।

ভারতের প্রাক্তন নির্বাচক দিলীপ বেঙ্কসরকারও এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “কেন বারবার বাদ পড়ছেন অশ্বিন? এটি তদন্তের বিষয়। অশ্বিন প্রতিটি ফরম্যাটে সেরা স্পিনার এবং ৬০০ টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। তিনি সবচেয়ে সিনিয়র স্পিনার এবং একমাত্র তাকেই নেওয়া হচ্ছে না। আমি বুঝতে পারছি না।”

IMG 20211011 WA0004

মহম্মদ শামির জায়গায় রহুল চাহারঃ

ভারতের পেস বোলিং অ্যাটাকের মধ্যেও একমাত্র জাসপ্রিত বুমরাহ ছাড়া তেমন কেউই ফর্মে নেই। এমনকি গত ম্যাচে শার্দুল ঠাকুরকে ব্যবহার করা হলেও তিনিও খুব একটা আঘাত হানতে পারেননি। যদিও গত ম্যাচে তেমন কিছুই করার ছিলনা বোলারদের। তবে অনেক বিশেষজ্ঞের মতে, মহাম্মদ শামির বদলে দলে সুযোগ দেওয়া উচিত লেগ স্পিনার রহুল চাহারকে। বিশ্বকাপের প্রথম থেকেই দেখা গিয়েছে প্রতিটি দেশের লেগ স্পিনাররা দারুণ ফর্মে রয়েছেন, তাই অনেকেই রাহুলকে ব্যবহার করার দাবি তুলছেন।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর