নরেন্দ্র মোদীর হাত ধরেই সূচনা হতে চলেছে এশিয়ার বৃহত্তম সোলার প্ল্যান্ট, মান্য হবে ভার্চুয়াল রীতি

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জাতীয় স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে বহুবিধ কাজের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করেছেন। তাঁর কাজের প্রশংসা ভারত ছাড়িয়ে বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বদাই মোদীর প্রশংসায় পঞ্চমুখ থাকেন।

বৃহত্তম সোলার প্ল্যান্ট
এবার মোদীর হাত ধরেই সূচনা হতে চলেছে বৃহত্তম সোলার প্ল্যান্টের (solar power plants), যা এশিয়ার মধ্যেও হবে বৃহত্তম। আগামী শুক্রবারই এই শুভ কাজের উদ্বোধন হতে চলেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গত রবিবারই একথা সর্বসমক্ষে জানিয়ে দিলেন। তবে সমস্ত অনুষ্ঠানটি হবে ভার্চুয়াল মাধ্যমে। অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী এই সোলার প্ল্যান্টের উদ্বোধন করবেন।

pmmodi1 5

কত ক্ষমতা সম্পন্ন এই সলার প্ল্যান্ট?
৭৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই ধরণের সৌর বিদ্যুৎ প্রকল্প পূর্ব ভারতে এই প্রথমবারের জন্য করা হচ্ছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংয়ের সঙ্গে দেখা করে তাঁকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

Challenges that Make Setting up a Solar Farm Less Feasible

এই বৃহৎ প্রকল্পের জন্য জার্মানির তৃতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক কেএফডব্লিউ ৬০০কোটি টাকা ঋণও দিয়েছে মধ্য প্রদেশ সরকারকে। এই সোলার প্ল্যান্ট নির্মিত হয়ে গেলে এটি এশিয়ায় বৃহত্তম প্ল্যান্টের তালিকায় সর্বপ্রথম স্থান অধিকার করবে। পূর্বে কর্ণাটকে ছিল ভারতের সবথেকে বৃহত সোলার প্ল্যান্ট।


Smita Hari

সম্পর্কিত খবর