বাংলাহান্ট ডেস্কঃ এরাজ্যের সাথে অসমেও দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হচ্ছে আজ। জানিয়ে দি, ১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভার ভোট হচ্ছে মোট তিন দফায়। গত ২৬ তারিখ প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল ৪৭ আসনে। আর আজ ভোটগ্রহণ হচ্ছে ৩৯ আসনে। সেখানে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। শেষ হবে সন্ধে ৬টা। এই দফায় ৩৪৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৭৩ লক্ষ ৪৪ হাজার ৬৩১ বৈধ ভোটার।
আজ অসমে মোট ৩৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ (Assam Legislative Assembly Election 2021) হচ্ছে আজ। এই দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন মহাজোটের শরিক দল এআইইউডিএফ-র প্রধান বদরুদ্দিন আজমল। ভোট দিয়ে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিজেপিকে একহাত নিয়ে দাবি করেন রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণে জোট পাচ্ছে ৩০-৩২টি আসন। যেখানে বিজেপি একাধিক জনসভা থেকে দাবি করে আসছে অসমে তাঁরা কমপক্ষে ১০০টি আসন জিতে ফের প্রত্যাবর্তন করবে।
উল্লেখ্য, সেখানে দ্বিতীয় দফার ভোটগ্রহণে নজরকাড়া ভাবে ভোট দিতে যাচ্ছেন বিপুল সংখ্যক ভোটার। আসমের শিলচর কেন্দ্রের একটি মহিলা বুথেও বিপুল সংখ্যক মহিলা ভোটার ভোট দিতে এসেছে বলেও খবর মিলছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত সেখানে মোট ২৭.৪৫ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।
প্রসঙ্গত, বদরুদ্দিন আজমলের (Badruddin Ajmol) দল এআইইউডিএফ এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের (Congress) সাথে জোট করে শুরু থেকেই দাবি করে আসছে মহাজোটই সরকার গঠন করতে চলেছে সেখানে। অন্যদিকে, রাজ্যটিতে বিজেপি (BJP) ১০০টি আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। বিজেপি জানিয়েছে যে, অসমে আবারও ডাবল ইঞ্জিন সরকার গঠন করা হবে। লাগাতার জনসভা করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ । সেখানে ভোটের ফলাফল প্রকাশিত হবে ২ মে।