মোদী বিরোধিতা না! দিল্লী হিংসা নিয়ে উস্কানি আর হিন্দু ধর্মকে অপমান করায় গ্রেফতার অসমের বাঙালি শিক্ষক

বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহ থেকে জ্বলছে দিল্লী। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কোনরকম আশঙ্কাকে উড়িয়ে দেওয়া জাচ্ছেনা। দিল্লীর অশান্তি থামাতে এবং উস্কানিমূলক মন্তব্যর দিকে কড়া নজর রাখতে দিল্লী পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রক তৎপর হয়ে উঠেছে। আর সেই ক্রমেই উস্কানিমূলক মন্তব্য করে গ্রেফতার অসমের শিলচরের গুরুচরণ শীল কলেজের অতিথি অধ্যাপক সৌরদীপ সেনগুপ্ত (Souradeep Sengupta)।

download 78

অভিযোগ পদার্থ বিদ্যার অধ্যাপক অধ্যাপক সৌরদীপ সেনগুপ্ত ফেসবুকে সম্প্রতি দিল্লীতে ঘটে যাওয়া হিংসা নিয়ে উস্কানিমূলক পোস্ট করেন। আর ওনার ওই পোস্টের বিরুদ্ধে ওনার কলেজের পড়ুয়ারাই থানায় অভিযোগ দায়ের করেছিল। এরপরই শিলচর পুলিশ অধ্যাপক সৌরদীপ সেনগুপ্তকে গ্রেফতার করে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উনি মোদীর (Narendra Modi) বদনাম না, দিল্লী হিংসা নিয়ে উস্কানিমূলক মন্তব্য এবং সনাতন হিন্দু ধর্মকে অপমান করার জন্যই গ্রেফতার হয়েছেন। এমনকি উনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গণহত্যাকারী” বলেছিলেন। এরপর সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপি সবার কাছে ক্ষমা চাইতে বলেন ওই অধ্যাপককে। উনি ক্ষমা না চাইলেও, এটা স্বীকার করেছিলেন যে, কারোর ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়া ঠিক হয়নি।

pm n modi

এরপর এবিভিপির ছাত্ররা প্রথমে ওই অধ্যাপকের বাড়িতে যায়। সেখানে ওনাকে না পেলে তাঁরা কলেজে এসে ঘেরাও করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় আর অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে। শোনা যাচ্ছে ওই অধ্যাপকের ঘনিষ্ঠ মহল ইতিমধ্যে কলকাতা থেকে শিলচরে রওনা দিয়েছে ওনাকে আইনি সাহায্য দেওয়ার জন্য।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর