সঙ্গমে অস্বীকার করায় কিশোরীকে ধর্ষণ! দেওয়া হয় অ্যাসিড হামলার হুমকি, বিস্ফোরক অভিযোগ খোদ প্রেমিকের বিরুদ্ধে

Published on:

Published on:

Assam Rape Case the woman has also accused her boyfriend of rape and of threatening her with an acid attack
Follow

বাংলা হান্ট ডেস্ক: সঙ্গমে লিপ্ত হতে চায়নি প্রেমিকা। সেই রাগে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ প্রেমিকের বিরুদ্ধে (Assam Rape Case)। পাশাপাশি, অভিযোগ ওঠে অ্যাসিড ছুড়ে মারারও হুমকি। ঘটনাটি ঘটে অসমে। পাশাপাশি অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও এই ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক। তার তল্লাশি চালাচ্ছে অসম পুলিশ।

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও অ্যাসিড হামলার হুমকির অভিযোগও (Assam Rape Case)

এই ঘটনায় অভিযোগকারীণী পুলিশকে জানান, অভিযুক্ত যুবক তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তাতে রাজিও হয়েছিল কিশোরী। সম্পর্কে জড়ানোর পর থেকেই সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য জোর করতেন ওই যুবক। কিন্তু কিশোরী কোনমতেই রাজি হয়নি। আর তারপরেই তার কাছে হুমকি আসতে শুরু হয় (Assam Rape Case)।

Assam Rape Case the woman has also accused her boyfriend of rape and of threatening her with an acid attack

আরও পড়ুন: সোনা কিনবেন ভাবছেন? বছরের শেষে কমল ২২ ও ২৪ ক্যারাটের দাম, কত জানুন

এছাড়াও কিশোরী জানান, বাড়িতে একা রয়েছে জানতে পেরে তার বাড়িতেই পৌঁছে যান অভিযুক্ত যুবক। তারপর সেখানেই তাকে ধর্ষণ করে, ভিডিও তুলে রাখা হয় ফোনে। এরপর সেই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিকৃত করে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়।

এমনকি ভবিষ্যতে সঙ্গমে লিপ্ত না হলে মুখে অ্যাসিড ছুড়ে মারা হবে বলে হুমকিও দিয়েছিল ওই যুবক। এছাড়া দিনের পর দিন এই নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।

এই বিষয়ে নির্যাতিতার পরিবার জানান নির্যাতনের শিকার হয়ে যাওয়ার পর থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে কিশোরী। এবং তার এই অভিযোগের ভিত্তিতে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ ও জুলুমবাজি সহ একাধিক মামলা করা হয়েছে (Assam Rape Case)।