চাঁদের প্রতিযোগী এবার রেডি! খেল দেখাবে পৃথিবীর আকাশে, জানেন এই বিরল ঘটনাটা ঠিক কী?

বাংলাহান্ট ডেস্ক : এবার পৃথিবীর (Earth) আকাশে দেখা মিলতে চলেছে নতুন চাঁদের। শুনতে অবিশ্বাস্য লাগলেও, কিছুদিনের জন্য নীল গ্রহ পেতে চলেছে নতুন উপগ্রহ। এই অবিশ্বাস্য মহাজাগতিক ঘটনার সূত্রপাত হবে চলতি মাসেই। এই উপগ্রহটি কিছুদিনের জন্য প্রদক্ষিণ করবে পৃথিবীকে। অনেকেই মজা করে তাই বলতে শুরু করেছেন, এবার বড় প্রতিযোগিতার মুখোমুখি হতে চলেছে পৃথিবীর যুগ যুগান্তরের সঙ্গী চাঁদ।

পৃথিবীর (Earth) আকাশে কী এবার নতুন চাঁদ?

এই বিরল মহাজাগতিক ঘটনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশ বিজ্ঞানীদের একটি দল গত ৭ই আগস্ট একটি গ্রহাণুর সন্ধান পান। এই গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে 2024 PT5। এই গ্রহাণুটির আয়তন প্রায় ৩৩ ফুট। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ছোট গ্রহাণুটি পৃথিবীর মহাকর্ষ শক্তির মধ্যে ঢুকে পড়বে আগামী ২৯ সেপ্টেম্বর। তারপর সেটি পৃথিবীর (Earth) মহাকর্ষ শক্তির মায়া কাটিয়ে বেরিয়ে যাবে ২৫ নভেম্বর।

আরোও পড়ুন : নিজে ঠিক থাকলে….ফ্লোর ছেড়ে দেব! বিস্ফোরক রণিতা, হঠাৎ হলটা কী বাহার?

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই গ্রহাণুটি প্রায় দুই মাস ধরে প্রদক্ষিণ করবে পৃথিবীর চারপাশে। তবে পৃথিবীর সম্পূর্ণ দিকে 2024 PT5 প্রদক্ষিণ করবে না। ২৫ নভেম্বরের পর সেটি সূর্যকে প্রদক্ষিণ করতে শুরু করবে। American Astronomical Society-তে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, পৃথিবীর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মহাজাগতিক বস্তু অশ্বক্ষুরাকৃতি পথে আনাগোনা করে থাকে।

Earth

যদি সেগুলি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ঢুকে পড়ে তাহলে সেগুলি আচরণ করে উপগ্রহের মতো।পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির মধ্যে এগুলি নিজেদের ক্ষমতা হারিয়ে ফেলে। কিছু মাস এগুলি প্রদক্ষিণ করে পৃথিবীকে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, 2024 PT5-কে খালি চোখে দেখা যাবে না। এই গ্রহাণুটিকে উন্নতমানের টেলিস্কোপের মাধ্যমে দেখা যেতে পারে। বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, এর আগে ১৯৮১ এবং ২০২২ সালেও এমন বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়েছিলেন বিশ্ববাসী।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর