বাংলাহান্ট ডেস্কঃ বিহার নির্বাচনের আজ ভোট গণনা। মঙ্গলবার সকাল ৮ টা থেকেই ভোট গণনা হয়ে গিয়েছে। নীতিশ কুমার নাকি তেজস্বী যাদব (tejashwi yadav)- টানটান উত্তেজনায় এখন বিহারবাসী। কার হাতে হতে চলেছে তাদের ভাগ্য নির্ধারণ, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই নির্বাচনের ফলাফল জানা যাবে।
২৪৩ টি আসনে ভোট গণনা শুরু হয়েছে। বর্তমানে ৫৫টি গণনা কেন্দ্রে গণনার কাজ চলছে। চলছে প্রথম পোস্টাল ব্যালটের গণনা।
এই মুহূর্তে NDA এগিয়ে রয়েছে ৯২টি আসনে। ১২৪টি আসনে এগিয়ে রয়েছে তেজস্বীর মহাজোট। ভোট গণনা শুরু হতেই সমর্থকদের ভিড় উপছে পড়ছে পটনায় আরজেডি নেতা লালু পুত্র তেজস্বী যাদবের বাসভবনের সামনে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই জানা যাবে বিহারের নতুন মুখ্যমন্ত্রীর আসনে কে বসতে চলেছেন- নীতিশ কুমার নাকি তেজস্বী যাদব (tejashwi yadav)।