এটিকে মোহনবাগান শিবির থেকে দুঃসংবাদ, জ্বরে কাঁপছেন হ্যামিল সহ ৪ ফুটবলার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে আর মাত্র কয়েকটা দিন। আগস্ট মাসের ২০ তারিখে নিজেদের ডুরান্ড কাপ অভিযান শুরু করবে জুয়ান ফার্নান্দোর এটিকে মোহনবাগান। তার আগে প্রস্তুতি চলছে বেশ ভালো রকমই। একটা অনুশীলন ম্যাচ আবহাওয়ার কারণে বাতিল করতে হলেও অপর ম্যাচে মহামেডানের বিরুদ্ধে জয় পেয়েছিল তারা। কিন্তু এবার মুল টুর্ণামেন্টে নামার আগে আরো চিন্তা করল এটিকে মোহনবাগান সমর্থকদের।

শিবির থেকে খবর এসেছে যে সবুজ মেরুন স্কোয়াডের ৫ জন তারকা ফুটবলার জ্বরে ভুগছেন। এই মুহূর্তে রাজ্যের আবহাওয়া খুব একটা সুবিধার নয়। তার মধ্যে ওই ফুটবলারদের তালিকায় নাম ছিল তারকা ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলেরও। তার করোনা হয়েছে এমন আশঙ্কাও অনেকে করছিলেন। ফলে বেশ কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন সবুজ-মেরুন ভক্তরা।

কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে ওই ৫ ফুটবলার জ্বরে আক্রান্ত হলেও তাদের মধ্যে কারোরই করোনা রিপোর্ট পজেটিভ আসেনি। ব্রেন্ডন ছাড়াও দীপক টাঙ্গরি, মনবীর সিং এবং আশিক কুরুনিয়ানের মতো তারকা ভারতীয় ফুটবলাররা জ্বরে আক্রান্ত। সেইসঙ্গে আক্রান্ত হয়েছেন বাগানের গোলকিপার কোচও। তবে হ্যাভেলস ছাড়া আর কারোরই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে নামতে বাধা তৈরি হবে বলে আশঙ্কা করছেন না মোহনবাগান কোচ জুয়ান ফার্নান্দো।

সূত্র মারফত জানা গিয়েছে যে হ্যামিল এখনো পুরোদমে অনুশীলন শুরু করতে পারেননি। আপাতত ব্যক্তিগত স্তরে ফিটনেস ট্রেনিং করছিলেন তিনি। ডুরান্ড এর প্রথম দুই ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে প্রস্তুত এটিকে মোহনবাগান। খুব সম্ভবত ইমামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হাইভোল্টেজ কলকাতা ডার্বিতে সবুজ মেরুন জার্সি গায়ে অভিষেক হবে বাগানের নতুন তারকার।

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর