বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের হারের মুখ দেখলো এটিকে মোহনবাগান। ডিফেন্সের সমস্যায় টানা দুই ম্যাচে বিশ্রী হারের মুখ দেখতে হলো রয় কৃষ্ণা-দের। কলকাতা ডার্বি-তে ইস্টবেঙ্গল-কে ৩-০ ফলে হারিয়েছিল সবুজ মেরুণ শিবির। কিন্তু তারপর থেকে যেন জিততে ভুলে গিয়েছি হাবাস ব্রিগেড। ফলে শীর্ষস্থানের লড়াইয়ে বড় ধাক্কা খেলো এটিকে মোহনবাগান।
গত ম্যাচে শক্তিশালী মুম্বাই সিটি এফসি ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল এটিকে মোহনবাগান-কে। আজ জমশেদপুর এফসির কাছে তাদের হারতে হলো ২-১ ফলে। প্রথমার্ধে লেন ডঙ্গেল এবং দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নামা এলেক্স লিমা-র গোলে টানা দ্বিতীয় হারের মুখ দেখতে হলো এটিকে মোহনবাগান-কে। ম্যাচের শেষদিকে প্রীতম কোটাল একটি গোল করে ব্যবধান কমালেও তা যথেষ্ট ছিল না হার বাঁচানোর জন্য।
রেফারিং নিয়েও ক্ষোভ প্রকাশ করে মোহনবাগান ভক্তরা। ন্যায্য পেনাল্টি থেকেও বঞ্চিত করা হয়েছে বলে দাবি তাদের। কিন্তু সেক্ষেত্রে পাল্টা দাবি চলতে পারে যে সবুজ মেরুণ শিবিরের একমাত্র গোলটিও অফসাইড থেকে আসলেও তা বাতিল করেনি রেফারি।
পরের ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি হতে হবে হাবাস ব্রিগেডে। চলতি মরশুমে তারাও খুব একটা ভালো ফর্মে নেই। সেই ম্যাচে জিততেই হবে এটিকে মোহনবাগান-কে। কারণ তার পরের ম্যাচে শক্তিশালী চেন্নাইয়ান এফসি-র মুখোমুখি হতে হবে তাদের।