বাংলা হান্ট ডেস্কঃ সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির অনুপস্থিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন আজিঙ্কা রাহানে। আজিঙ্কা রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস তৈরি করেছে টিম ইন্ডিয়া। তারপর থেকেই আজিঙ্কা রাহানে এবং বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।
এই দিন দুই অধিনায়কের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন ভারতীয় বোলিং কোচ ভারত অরুন। তিনি জানিয়েছেন আজিঙ্কা রাহানে একজন শান্ত স্বভাবের মানুষ ও মাথা ঠান্ডা রেখে দলকে নেতৃত্ব দেয়, চুপিসারে ধীর-স্থিরভাবে বিপক্ষ দলের দুর্গ ভেঙ্গে দেন আজিঙ্কা রাহানে। অপরদিকে বিরাট কোহলি প্রসঙ্গে তিনি বলেছেন বিরাট কোহলি খুবই আক্রমণাত্মক, অধিনায়কত্ব করার সময় ও খুবই আক্রমণাত্মক হয়ে পড়েন। তবে এটা কখনও ভাবা উচিৎ নয় যে বিরাট দুর্বল বলে আক্রমণাত্মক হয়ে পড়ছেন। আসলে এই আক্রমণাত্মকই বিরাটের আসল শক্তি।
এছাড়াও তিনি বলেছেন বিরাট এবং রাহানের অধিনায়কত্ব দেওয়ার ধরন সম্পূর্ণ আলাদা। বোলার ভুল করলে এবং বাউন্ডারি খেলে রাহানে রেগে যান না বরং তিনি বোলারকে ডেকে সাহস যোগান। অপরদিকে বোলার দু-একটা খারাপ বল করলে এবং বাউন্ডারি খেলেই রেগে যান অধিনায়ক বিরাট কোহলি। আসলে কোহলির রেগে ওঠা, আক্রমণাত্মক মনোভাবই বিরাট কোহলির মূল শক্তি।