করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এই কারণে আইসিসি একটি নতুন সিদ্ধান্ত নিতে চলেছে। আইসিসি প্রস্তাব রেখেছে করোনা পরবর্তীকালে ক্রিকেট ম্যাচ চলাকালীন বলের পালিশ ঠিক রাখার জন্য বোলাররা আর মুখের লালা বা থুতু ব্যবহার করতে পারবেন না। তবে আইসিসির প্রস্তাবটি এখন আলোচনার পর্যায়ে রয়েছে এখনও পর্যন্ত চূড়ান্ত হয় নি। তবে আইসিসি যায় সিদ্ধান্ত নিক না কেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে করোনা পরবর্তীকালে বোলাররা বলের পালিশ ঠিক রাখার জন্য আর থুতু কিংবা লালা ব্যবহার করতে পারবেন না।
ক্রিকেটে বহুদিন ধরে চলে আসছে এই রীতিনীতি। বলের পালিশ ঠিক রাখার জন্য বোলাররা লালা কিংবা থুতু ব্যবহার করে থাকেন। তবে করোনা পরবর্তীকালে ক্রিকেটের বেশকিছু নিয়মে পরিবর্তন আসতে চলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল এই নিয়মটি। করোনা পরবর্তীকালে বোলাররা লালা কিংবা থুতু দিয়ে বলেন পালিশ উজ্জ্বল করতে পারবেন না। এছাড়াও বলে কাদা লেগে গেলে সেটা আম্পিয়ারের তত্ত্বাবধানে পরিষ্কার করতে হবে এবং বল ভিজে গেলে আম্পিয়ারের কাছে রাখা তোয়ালের সাহায্যে সেটা মুছে নিতে পারবেন বোলাররা।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানিয়েছে যে বেশিরভাগ রোগ ছড়িয়ে পড়ে লালা কিংবা থুতু থেকে। আর সেই কারণেই কোরোনা পরবর্তী সময়ে বলের বালিশ ঠিক রাখার জন্য থুতু কিংবা লালা ব্যবহার করতে পারবেন না বোলাররা। যদি কোনো বোলার এটা করে থাকেন তাহলে তাকে লেভেল এ পর্যায়ে শাস্তি দেওয়া হবে।