জিতেই পালটি! ভোটে জেতার পরেই তৃণমূলে যোগ দেওয়ার পথে খড়গপুরের বাম কাউন্সিলর
বাংলাহান্ট ডেস্ক : নির্বাচনে টিকিট দিয়েছিল বামেরাই। জিতেও ছিলেন সেই টিকিটেই। কিন্তু জেতার পরই শিবির বদলের দিকে পা বাড়ালেন খড়্গপুরের সিপিআই কাউন্সিলর। তৃণমূলে যোগদানেই ইচ্ছে প্রকাশের পরই তাঁকে অবশ্য কড়া বার্তা দিয়েছে দল। খড়্গপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ড বামেদের শক্ত ঘাঁটি। ৫২ বছর ধরে এই ওয়ার্ডে ক্ষকতায় রয়েছে বাম শিবির। এবার ওই ওয়ার্ড থেকে জয়ী … Read more