পাক প্রতিরক্ষা বিশেষজ্ঞের বড় বয়ান, ভারতের সাথে লড়াই করার ক্ষমতাই নেই পাকিস্তানের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারত আর পাকিস্তানের মধ্যে বাড়তি উত্তেজনার মধ্যে সৈন্য মামলার বিশেষজ্ঞ তথা মিলিটারি ইঙ্ক (Military INC) … ইনসাইড পাকিস্তান মিলিটারি ইকনমি এর লেখিলা আয়েশা সিদ্দিকি (Ayesha Siddiqa) এর একটি বয়ান পাকিস্তানের নগ্ন রুপ সামনে নিয়ে এলো। উনি বলেন, ওনার দেশ পাকিস্তান ভারতের বিরুদ্ধে লড়াই করার পরিস্থিতিতে নেই। আয়েশা সিদ্দিকি বলেন, পাকিস্তান এই সময় আর্থিক মন্দা আর প্রচণ্ড পরিমাণে দ্রব্যমূল্য বৃদ্ধির সন্মুখিন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে। আর এরকম পরিস্থিতিতে পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করতে পারবেনা।

Ayesha Siddiqa

উনি বলেন, যখন আমি পাক অধিকৃত কাশ্মীরে থাকা নিজের বন্ধুর কাছে জিজ্ঞাসা করি, পাক সেনা কেন যুদ্ধ লড়ছে না? তখন সে জবাব দেয়, পাকিস্তান হেরে যাবে। এর মানে এটাই যে, পাকিস্তানের আম জনতাও এটা জানে যে, পাকিস্তানের সেনা ভারতের সাথে যুদ্ধ লড়ার ক্ষমতা রাখেনা। এটা প্রথমবার যখন পাকিস্তানের জনতা ভালো মতো বুঝতে পেরে গেছে যে, ভারতের সাথে পেরে ওঠা সম্ভব না। বিগত ৭২ বছরে পাকিস্তানি সেনার ফোকাস ভারত আর কাশ্মীরের উপরে ছিল। পাকিস্তানি সেনার কিছু রেজিমেন্ট অনেকদিন ধরেই ক্ষোভে আছে, আর এবার তাঁরা প্রশ্ন তুলবে।

Ayesha Siddiqa’s book

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে হুমকি দিয়ে ট্যুইট করে বলেছিলেন, ভারতের হিন্দু বিচারধারর নীতি জার্মানির হিটলারের মতই, হিটলার যেমন অন্যদের দমন করেছিল, ভারতের হিন্দু নীতি কাশ্মীর থেকে মুসলিমদের দমন করতে চায়। ইমরান খান আরও বলেছিলেন, দুই সপ্তাহ ধরে কাশ্মীরে ৯০ লক্ষ মুসলিমদের ঘরবন্দি করে রাখা হয়েছে। কাশ্মীরে এরকম পরিস্থিতির পর রাষ্ট্রসঙ্ঘকে সেখানে পর্যবেক্ষক পাঠানো উচিত।

সম্পর্কিত খবর

X