বাংলা হান্ট ডেস্ক : দীপাবলি উপলক্ষে সারা দেশজুড়ে এখন উৎসবের মেজাজ। এবছর দীপাবলি উপলক্ষে একেবারে অন্য রূপে সেজে উঠেছে উত্তরপ্রদেশের রাম জন্মভূমি অযোধ্যা। দীপাবলি উপলক্ষেই আলোয় ঝলমল করছে গোটা রাম জন্মভূমি। চলতি বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে অযোধ্যার রাম মন্দিরে (Ram Mandir) রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল।
রাম মন্দিরের (Ram Mandir) জোড়া বিশ্বরেকর্ড
তারপর থেকে এটাই রাম মন্দিরের (Ram Mandir) প্রথম দীপোৎসব। এই উৎসব উপলক্ষে গোটা অযোধ্যাভূমিকে মুড়ে ফেলা হয়েছিল আলোর চাদরে। এবছর দীপাবলি উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছিল রাম মন্দিরে (Ram Mandir)। এবছর অযোধ্যা ভূমিতে দীপোৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল উত্তরপ্রদেশ সরকারের পর্যটন দপ্তর এবং অযোধ্যা জেলা প্রশাসন।
দীর্ঘ ১৪ বছরের বনবাস শেষ করে প্রভু রামের অযোধ্যা ভূমিতে প্রত্যাবর্তন উপলক্ষে উৎসব উদযাপন করতেই পাঁচ দিনের দীপোৎসব পালন করা হবে। প্রথম বছরেই অযোধ্যা ভূমিতে রামলালার দীপাবলি আরও বিশেষ করে তুলতে বার করা হয়েছিল মোট ১৮ টি ট্যাবলো। সেখানেই প্রভু শ্রী রামের জীবনের উল্লেখযোগ্য মুহূর্ত গুলি ফুটিয়ে তোলা হয়েছিল।
এই কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন ছিল রাজ্যের তথ্য ও পর্যটন দপ্তর। এই দিন প্রদীপ জ্বালানোর পাশাপাশি সরযূ গোটা নদীর ঘাটকে লেজার লাইট ও লাইট শো’তে আলোকিত করে তোলা হয়েছিল। এছাড়াও বিশেষ শব্দ ও আলোর কাজের মাধ্যমে রামলীলার নানান গল্পকথা তুলে ধরা হয়েছিল এদিন। আর এই বিশেষ দিনেই অযোধ্যার রাম মন্দির তৈরি করল নতুন রেকর্ড। দীপাবলিতেই অযোধ্যার রাম মন্দিরের মুকুটে জুড়লো জোড়া পালক।
আরও পড়ুন : শহরে ১৯ ঘন্টা ছিলেন! তবুও কেন নির্যাতিতার বাড়ি গেলেন না শাহ? স্পষ্ট করলেন অগ্নিমিত্রা
রাম মন্দির উদ্বোধনের পর এটাই ছিল রামলালার প্রথম দীপাবলি। আর এই বিশেষ উৎসবে দু’দুটি বিশ্ব রেকর্ড করেছে অযোধ্যার নাম। জানা যাচ্ছে রামমন্দিরে এদিন মোট ২৫ লক্ষ ১২ হাজার ৫৮৫ প্রদীপ জ্বালানো হয়েছে। যা গিনেস ওয়ার্ল্ড বুকে নতুন রেকর্ড তৈরী করেছে। এর পাশাপাশি সরযূর তীরে এক সঙ্গে মোট ১১০০ জন আরতি করেছেন।
তবে এদিন রামমন্দিরের মুকুটে জুড়েছে আরও একটি ওয়ার্ল্ড রেকর্ড। এদিন রামমন্দিরে একসঙ্গে সবথেকে বেশি সংখ্যক মানুষ রোটেশনে প্রদীপ জ্বালিয়েছেন। তার জন্যই গিনেস ওয়ার্ল্ড বুকে নতুন রেকর্ড তৈরী করেছে রামমন্দির। জানা গিয়েছে অযোধ্যার মনোহর লোহিয়া অবধ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ হাজার ভলান্টিয়াররা মোট ৫৫ টি ঘাটে প্রদীপ জ্বালিয়েছেন। এই দীপোৎসবের দিনেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে গিনেস বিশ্ব রেকর্ডের ২টি শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।