বাংলা হান্ট ডেস্ক : জানা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ এ ২৫০–এর বেশি হাসপাতাল এবং ৯০০–এরও বেশি সেবা কেন্দ্রের মাথায় হাত পড়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা দেওয়া হয়। কিন্তু দেখা গিয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ডে বেশ কিছু প্রতারণা হয়েছে এ নিয়ে। প্রতারকরা এমন কিছু বিষয় নিয়ে প্রতারণা করছে তা মেনে নেওয়া যায়না কোনোভাবেই।
ঘটনাটি খতিয়ে দেখলে দেখা যাবে পুরুষের গর্ভাশয় বের করে নেওয়া হয়েছে, যা মহিলাদের করা হয়।মনে করা হচ্ছে এ ধরনের আরও কিছু ভুয়ো খবর রটিয়ে বিমার টাকা আত্মসাৎ করার উপায় বের করছে প্রতারকরা।অভিযোগ পাওয়ার পর প্যানেল থেকে ২৫০টি হাসপাতালকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বিস্তারিত জানার উপায় নেই।