জয়েন্ট বাংলার আর্জি পাঠালে মমতাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি বাবুলের

বাংলা হান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র সংঘাত নতুন কিছু নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন বাবুল, এ বার কেন্দ্রীয় বৈঠকে উপস্থিত না থাকায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জয়েন্টে বাংলায় প্রশ্নপত্রের জন্য আর্জি পাঠানো হলে মমতাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বাবুল সুপ্রিয়৷pennews 2019 03 2b489dad 87d8 4b14 814a b405c5e559d5 Dz8ZiAxU0AAL0Xa

জয়েন্ট এন্ট্রান্সে গুজরাটি হিন্দি ও ইংরেজি ভাষা ঠাঁই পেয়েছে কিন্তু বাংলাকে ব্রাত্য রাখার জন্য অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ লোকসভার শীতকালীন অধিবেশনে বিষয়টি উপস্থাপিত করার কথাও জানিয়েছেন অভিষেক, এর পরেই বাবুল সুপ্রিয় টুইটারে লিখেছেন কেন্দ্রের কোনও বৈঠকে আপনি থাকেন না এবং কোনও অফিসারকেও পাঠান না তাহলে এই ব্যাপারগুলো জানাবেন কী করে?

https://twitter.com/SuPriyoBabul/status/1192423624201781248

একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যেহেতু বাংলায় প্রশ্নপত্র নিয়ে কোনও উত্সাহ দেখা যায়নি তাই বাংলা ভাষা ঠাঁই পেয়েছে৷ শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বৈঠকে না থাকার জন্য যদি আবেদন করেন তা আসলে গ্রাহ্য হবে কি না তাও ভেবে দেখবেন বলে জানান৷ শুধু এখানেই থেমে থাকেননি এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রাজনীতি করে বাংলার মানুষের অপূরণীয় ক্ষতি হচ্ছে বলেও জানান৷

অন্যদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির এক বিবৃতিতে জানানো হয়েছে 2013 সালে জয়েন্ট প্রবেশিকা পরীক্ষায় শুধুমাত্র গুজরাত রাজ্য তাঁদের পড়ুয়াদের জন্য গুজরাটি ভাষায় প্রশ্ন তৈরি করার আবেদন করেছিল এর পর মারাঠি ও উর্দুতে প্রশ্নপত্র তৈরি করার আর্জি জানানো হয় মহারাষ্ট্রের তরফ থেকে, কিন্তু বাংলার তরফ থেকে কোনও রকমের আবেদন করা হয়নি৷

যদিও রাজ্য সরকারের তরফ থেকে একটি চিঠি দিয়ে যেহেতু পশ্চিমবঙ্গের বেশির ভাগ পড়ুয়া বাংলা মাধ্যম থেকে আসে সেহেতু তাদের জয়েন্টের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় খানিকটা অসুবিধায় পড়তে হয় তাই বাংলা ভাষায় জয়েন্ট চালু করতে হবে এমনটা বলা হয়েছে৷

সম্পর্কিত খবর