বাংলা হান্ট ডেস্ক: আবারও খাস কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ। এবার ঘটনাটি ঘটেছে বাগুইআটিতে (Baguihati)। দিদির সম্মান রক্ষা করতে গিয়ে এই ঘটনায় আহত হন ভাই। এই ঘটনার জেরে ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা চিকিৎসক (Doctor)।
বাগুইআটিতে শ্লীলতাহানি, আহত চিকিৎসকের ভাই (Baguihati)
আরও একবার খাস কলকাতা মহিলা চিকিৎসককে শ্লীলতাহানের অভিযোগ। বাগুইআটিতে গাড়ি পার্কিং কে ঘিরে এই গন্ডগোলের সূত্রপাত শুরু হয়। দিদির সম্মান রক্ষা করতে গিয়ে এই ঘটনায় আহত হয় ভাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বাগুইআটি (Baguihati) থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, বুধবার রাতে চেম্বারে সামনে গাড়ি রাখা নিয়ে প্রথম এক বচসায় জড়ায় ওই মহিলা চিকিৎসক। অভিযোগ, স্থানীয় আবাসনের এক সেক্রেটারি চিকিৎসকের গাড়ির পিছনে গাড়ি দাঁড় করিয়ে পথ আটকায়। চিকিৎসক তা প্রতিবাদ করলে তাকে ধাক্কা মারার অভিযোগ করা হয় অভিযুক্ত ও তার ছেলের বিরুদ্ধে। দিদির সঙ্গে এই ঘটনা সবার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে, ঘটনাস্থলে পৌঁছয় চিকিৎসকের ভাই।
আরও পড়ুন: পুজোয় ঘুরতে যাওয়ার নতুন চমক! খুলছে ডোকলাম ও চো লা, রণভূমি দর্শনের সুযোগ
অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছানোর পর ওই চিকিৎসকের ভাইকে মারধর করা হয়। মারধরের ফলে কপাল ফেটে রক্ত বের হয়ে যায়। যদিও এই ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত তথা আবাসনের সেক্রেটারি। অভিযুক্ত দাবি করেন, চিকিৎসক চেম্বারে অসামাজিক কাজকর্ম চালাতে।
এই ঘটনার প্রসঙ্গে অভিযুক্ত জানান, যে গাড়ি ওখানে কখনো দাঁড়ায় না। সেদিন গাড়ি ওইখানে দাঁড়িয়ে ছিল। আর যার গাড়ি তিনি চালকের পাশে বসে ছিলেন। বারংবার বলার পরও গাড়ি সরাতে রাজি হননি। এরপর নিজের গাড়ি নিয়ে আমার গাড়ি বারবার আটকে দেওয়ার চেষ্টা করছিলেন রাস্তায়। এর পাশাপাশি অভিযুক্ত মহিলা চিকিৎসককে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এবং ওনার ছেলের হাতে কোন ধারালো কিছুই ছিল। যা দিয়ে অভিযুক্ত ছেলে চিকিৎসকের বুকে হাত দিয়েছিলেন। এই ঘটনা আটকানোর জন্য় ভাইকে মারা হয়। পরে জানা যায় ওই আবাসনের অনেকের সঙ্গে ওনার দীর্ঘদিনের ঝামেলায় চলছে।
এছাড়াও, এই ঘটনার পর নির্যাতিতার দাবি, সমস্ত ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখলে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। এ ছাড়াও বাগুইআটির (Baguihati ) ভরপুর এলাকায় এরকম ঘটনা ঘটায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে চিকিৎসকের ভাই জানান, ‘আমরা ভাবতে পারছি না সামান্য গাড়ি রাখা নিয়ে এরকম ঝামেলা হতে পারে। এমনকি জল এতদূর গড়াতে পারে। আমরা চাই এই ঘটনায় অভিযুক্ত সকলের শাস্তি হোক।