বাংলা-সিকিম সীমান্তে আটকে বহু দিনমজুর। এই অবস্থায় প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া সাহায্য করলেন এই খেটে খাওয়া সাধারণ মানুষদের । গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮। মৃত্যু হয়েছে প্রায় ৩৩ হাজারের বেশী মানুষের। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।
করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। আর করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। বাড়িতে থেকে সবাইকে সুস্থ আর সচেতন থাকার নিদান দিয়েছেন।
সিকিমে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন বাংলা আর বিহারের শ্রমিকরা। আর এখন তাদের ফিরে আসা তো দূর তাদের থাকার জায়গা পর্যন্ত নেই।
আর এই অবস্থায় তাদের থাকার ব্যবস্থা করলেন স্বয়ং বাইচুং।বাইচুংয়ের ক্লাব ইউনাইটেডের সিকিমের কর্তারা এখন ওই শ্রমিকদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের দেখভাল করছে।