বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। ভোট পূর্বে পায়ের তলার মাটি শক্ত করার তাগিদে নয়া কর্মসূচী নিয়ে হাজির শাসকদল। মানুষের রায় শুনতে টানা দুমাসের কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই কর্মসূচীর প্রথম দিনেই হুলুস্থূল কাণ্ড।
প্রসঙ্গত, এবার পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ অভিনব উদ্যোগ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেদের পছন্দের প্রার্থী বাছাইয়ের ভার আমজনতার হাতেই ছেড়েছেন অভিষেক। সেই লক্ষ্যে এদিন দিনহাটার (Dinhata) সাহেবগঞ্জ (Sahebganj) ফুটবল ময়দানে সভামঞ্চ থেকে ব্যালট বাক্সের মাধ্যমে পছন্দের পঞ্চায়েত প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেন অভিষেক। সেখানেই ঘটল বিপত্তি।
দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে নেমে যাবার পর মাঠের কিছুটা দূরে ভেঙে পড়ে রয়েছে ব্যালট বক্স। ব্যালট পেপার না পেয়ে ভেঙে ফেলা হয়েছে ব্যালট বক্স এমনটাই দাবি করছেন তৃণমূলের নিচুতলার কর্মী সমর্থকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে নিজের বুথে প্রার্থী বাছাই করার জন্য ভোট প্রদানের প্রক্রিয়া চালু করেন ব্যালট বক্সের মাধ্যমে।
কর্মীদের অভিযোগ, ব্যালট পেপার না পেয়ে কিছু কর্মী সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন এবং ব্যালট বাক্স ভেঙে দেন। এরপরেই ক্ষোভ জন্মায় কর্মীদের মধ্যে। গোসানিমারীতে দ্বিতীয় জনসভা করার পর অভিষেক মঞ্চ ছাড়ার পরেই সভামঞ্চে ব্যালট বাক্স নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। অন্যদিকে, পছন্দের প্রার্থীর নাম জানানোর আগেই ব্যালট বাক্স ভেঙে পড়ায় যারা প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় অংশ নিতে এসেছিলেন, তাদের একাংশের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে।
অভিষেক মঞ্চ থেকে নামতেই ভাঙচুর ব্যালট বক্সে, গোসানিমারীর সভাস্থলেই তুমুল হাতাহাতি তৃণমূলে pic.twitter.com/RO46JCdt46
— Bangla Hunt (@BanglaHunt) April 25, 2023
প্রসঙ্গত, এদিন সভামঞ্চ থেকে অভিষেক জানিয়েছিলেন, প্রতিদিনের সভা শেষেই ‘গণভোট’ শুরু হবে। গোপন ব্যালট ব্যবস্থা থাকবে। তার মাধ্যমে পঞ্চায়েতের পছন্দের প্রার্থীর নাম জানাতে পারবে সাধারণ মানুষ। আর যদি কেও কোনো সমস্যা বা ভিড়ের কারণে গোপন ব্যালটে ভোট দিতে না পারেন তবে ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের পছন্দের প্রার্থীদের নাম জানাতে পারবেন তারা।