ঐতিহাসিক বানগড় নিয়ে আলোচনা সভা, সাড়া মিললো নানান স্তরের

পল মৈত্র,দক্ষিন দিনাজপুর: শুক্রবার গঙ্গারামপুর তথা দক্ষিন দিনাজপুর জেলার গর্ব ঐতিহাসিক বানগড়ে পরন্তু গোধূলি বেলায় বিকেল ৫ টায় বানগড়কে রক্ষনাবেক্ষনের জন্য ও বানগড় কেন্দ্রীক কিছু নতুন ভাবে করার উদ্যোগ নিয়ে এদিন একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন এই আলোচনা সভার প্রধান উদ্যোগদাতা ছিলেন জেলার পরিবেশবিদ তথা সুপরিচিত মুখ তুহীন শুভ্র মন্ডল। এদিন তিনি সুদুর জেলার সদর শহর বালুরঘাট থেকে বানগড়ে আলোচনা সভাতে উপস্থিত হন। পাশাপাশি সভাতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর শহরের সংস্কৃতি প্রেমী তথা সমাজসেবী গৌতম চক্রবর্তী, স্কুল শিক্ষক প্রত্যুষ সাহা, সমাজসেবী সৌরভ মল্লিক রায়, ক্যারাটের প্রশিক্ষক রঘুনাথ পাল, সঙ্গীত শিল্পী স্বাধীন মল্লিক, ময়ূখ চক্রবর্তী, বিক্রম বসাক প্রমূখ। পাশাপাশি শহরের নানান স্তরের মানুষ সহ বানগড় নিয়ে আগ্রহী একঝাঁক ছাত্রদের দল। এদিন আলোচনা সভায় তুহীন শুভ্র মন্ডল উপস্থিত প্রত্যেককে তাদের মূল্যবান বক্তব্য রাখতে বলেন এবং একে একে সকলে বক্তব্য উপস্থাপন করলে শেষে তুহীন বাবু তার বহুমূল্যবান বক্তব্য রাখেন।
85a31 img 20190601 wa0019
সর্বোপরি উপস্থিত সকলেই বানগড়কে নতুন করে খননকার্য শুরু করে তা রক্ষনাবেক্ষনের জন্য যতদুর যাওয়ার দৃঢ় প্রতীজ্ঞাবদ্ধ হন। এবং বানগড়কে ঘীরে যে পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে এবং তাতে করে এলাকার বেকার যুবক-যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পেতে পারে সেই আর্জির আবেদন করেন সকলে। তুহীন শুভ্র মন্ডলেরও এই একই বক্তব্য ছিল। এই সভায় এদিন “ঐতিহাসিক বানগড় সুরক্ষা” কমিটি তৈরি করা হয়। চলতি মাসের আগামী ২৩ তারিখে পুনরায় সকলের এই বানগড়ে মেলবন্ধন ঘটবে বলে সভার সমাপ্ত করেন পরিবেশবিদ তুহীন শুভ্র মন্ডল। এদিন বানগড়ে এই আলোচনা সভায় ও এলাকার মানুষদের উপস্থিত ছিল লক্ষনীয়।

সম্পর্কিত খবর