“প্রতিবাদটা সমর্থকদেরই দায়িত্ব”, ক্রিকেটারের ডাকে ‘cricbuzz’ বয়কটের হুমকি বাংলাদেশ ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত বনাম বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচের পর কেটে গিয়েছে দুটি দিন। বিশ্বকাপের ওই অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিরুদ্ধে মরিয়া লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত তাদের হার স্বীকার করতে হয়েছিল পাঁচ রানের ব্যবধানে। ব্যর্থ হয়ে গিয়েছিল লিটন দাস, তাসকিন আহমেদদের মরিয়া প্রচেষ্টা।

যদিও ম্যাচ হারার পর একাধিক বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। বিরাট কোহলির আম্পায়ারের ওপর অহেতুক চাপ সৃষ্টি করা, তার করা ফেক ফিল্ডিং ইত্যাদি নানাবিধ বিষয়কে তাদের হারের মূল কারণ বলে উল্লেখ করেছিলেন বাংলাদেশের সমর্থকরা। যদিও তারা এটাও অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশ যদি চাইতো, তবে সেই সমস্ত বিতর্কের মাঝেও ম্যাচ জেতার বড় সুযোগ ছিল তাদের সামনে। নিজেদের দোষেই তারা সেই সুযোগ হাতছাড়া করেছে।

ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও সেই কথাই উল্লেখ করেছেন। কিন্তু সম্প্রতি এক বাংলাদেশী সংবাদমাধ্যমের সঙ্গে টেলিফোনিক সাক্ষাৎকারের সময় সাকিব যা বলেছেন তার সম্পূর্ণ বিপরীত পথে হেটেছেন নাম প্রকাশের অনিচ্ছুক এক বাংলাদেশী ক্রিকেটার। এমনিতেই বাংলাদেশের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের প্রতি আম্পায়ারিং এর পক্ষপাতিত্ব নিয়ে বিতর্ক তৈরি করেছে। এই বাংলাদেশ ক্রিকেটার তাতে আরও উস্কানি দিয়েছেন।

তার উস্কানিতে বাংলাদেশের সমর্থকরা এবার ভারতীয় ক্রিকেটকে শিক্ষা দেওয়ার অভিনব উপায় বেছেছে। বাংলাদেশের একটা অংশের ক্রিকেট সমর্থকরা আইসিসিকে ভারতের প্রতি পক্ষপাতিত্ব দেখানোর কারণে তারা বাকি বিশ্বকাপের ম্যাচগুলি দেখা বয়কট করবে। তাদের ধারণা বিশাল সংখ্যক মানুষ ওই ম্যাচ দেখা বয়কট করলে উচিত শিক্ষা ভাবে আইসিসি এবং ভবিষ্যতে ভারতের প্রতি পক্ষপাতিত্ব দেখানো সাহস পাবে না। অনেকে আবার ভারতের “টাইমস ইন্টারনেট” সংস্থার ক্রিকেট আপডেট অ্যাপ “ক্রিকবাজ” বয়কট করার ডাক দিয়েছেন। তাদের ধারণা এতে কিছুটা হলেও ক্ষতি হবে এই ভারতীয় সংস্থাটির।

Screenshot 20221104 095840 Lite

যদিও বাস্তবে যে এমন করাটা পুরোপুরি বোকামো, সেটা বাংলাদেশের বুদ্ধিমান ক্রিকেটপ্রেমীরা ভালই জানেন। আসলে বাংলাদেশের নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট ভক্তদের প্রতি বার্তা দিয়েছেন যে তারা ক্রিকেটার তাই চাইলেও তারা খুব বেশি প্রতিবাদ করে উঠতে পারবেন না। ভারতের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে বাংলাদেশের সমর্থকদেরই। সেই নাম প্রকাশে অনিচ্ছুক ক্রিকেটারের ডাকে সাড়া দিয়েই এমন কিম্ভুতকিমাকার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের।


Reetabrata Deb

সম্পর্কিত খবর