বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানকে কার্যত সন্ত্রস্ত করে তুলেছে ভারত। অপারেশন সিঁদুর এর ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি পাকিস্তান। তার মধ্যেই ভারতের পরপর প্রত্যাঘাতে কোণঠাসা প্রতিবেশী দেশ। আর তা দেখেই সিঁদুরে মেঘ দেখছে ভারতের পূর্বের প্রতিবেশী। তড়িঘড়ি বৈঠকের ডাক দিলেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস।
ভারতের হামলায় পাকিস্তানের হাল দেখে টনক নড়ল বাংলাদেশের (Bangladesh)?
ভারতের সঙ্গে সংঘর্ষে নামতেই দিশেহারা অবস্থা হয়েছে পাকিস্তানের। আর এই সংঘাতের বড়সড় প্রভাব পড়ল বাংলাদেশে (Bangladesh)। ভারতের ক্ষমতা এবং শক্তি দেখে ঘুম উড়েছে ইউনূস সরকারের। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে একটি বৈঠক ডাকেন ইউনূস। আর তারপরেই নেওয়া হয় বড় সিদ্ধান্ত।
সুর বদলেছে বাংলাদেশের: কিছুদিন আগে পর্যন্তও বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি ছিল অন্য রকম। এতদিনের মিত্রতা, সাহায্য সবকিছু রীতিমতো অস্বীকার করে ভারত বিরোধিতায় সুর চড়াচ্ছিল বাংলাদেশ। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে আচমকাই পালটি খেয়েছে প্রতিবেশী দেশের একটা বড় অংশ। মূলত ধর্মীয় কারণের জেরেই বাংলাদেশের (Bangladesh) একটা বড় অংশ এতদিন ধরে পাকিস্তানের সমর্থনে থেকেছে। কিন্তু সে দেশের হাল দেখেই এখন সুর বদলে ফেলেছেন অনেকে।
আরো পড়ুন : যুদ্ধ পরিস্থিতিতেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সাম্বাতে ৭ জইশ জঙ্গিকে নিকেশ করল BSF
বৈঠকে বসছেন ইউনূস: সূত্রের খবর বলছে, ভারতের শক্তি প্রদর্শন দেখে বাংলাদেশের (Bangladesh) হাল নাকি বেশ বেহাল। চাপের মুখে পড়ে উপদেষ্টাদের একাংশ এবার দেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য সওয়াল করছেন। সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া থেকে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্টে নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে নাকি ভাবনাচিন্তা করছে বাংলাদেশ।
আরো পড়ুন : ভাঁড়ে মা ভবানী, সংঘর্ষ চালাতে চাই ফান্ড, পাকিস্তান হাত পাততেই কটাক্ষ ভারতের! ট্রোলের ঝড় নেটপাড়ায়
পাকিস্তানের উপরে ভারতের প্রত্যাঘাত দেখে মনে ভয় ঢুকেছে বাংলাদেশের। চাপের মুখে পড়েই নাকি এবার কিছু কিছু বিষয় নিয়ে পদক্ষেপ করার কথা ভাবছে ইউনূসের দেশ। সেই কারণেই এবার তড়িঘড়ি দেশের শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি।