মডেলিং-অভিনয় ছেড়ে ইসলামের পথে, নিয়মিত হিজাব পরা শুরু করলেন বাঙালি অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক অভিনেত্রী বিনোদন দুনিয়া ছেড়ে পা বাড়াচ্ছেন ধর্মের পথে। এতদিন বলিউড থেকেই এমন খব‍র মিলেছিল। সানা খান, জায়রা ওয়াসিমের মতো অভিনেত্রীরা শোবিজ ছেড়ে ইসলামের পথে পা বাড়িয়েছেন। এমনকি সম্প্রতি আনাঘা ভোঁসলেও অভিনয় ছেড়ে শ্রীকৃষ্ণের পথে চলার সিদ্ধান্ত নেন। এবার সেই তালিকাতেই নাম লেখালেন বাঙালি অভিনেত্রী ইশিকা খান (Ishika Khan)।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ইশিকা। তবে তাঁকে আর অভিনয় দুনিয়ায় দেখা যাবে না। ইসলামের পথে চলার জন‍্য বিনোদন জগৎ ছেড়ে দিলেন তিনি। এবার থেকে তিনি আল্লাহর দেখানো পথে চলবেন। শুধু তাই নয়, গ্ল‍্যামার জগৎ ছেড়ে এবার থেকে নিয়মিত হিজাব পরবেন বলেও জানিয়েছেন ইশিকা।


মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। তারপর পা রাখেন অভিনয় জগতে। জনপ্রিয়তা পেতে খুব বেশি সময় লাগেনি। অভিনয়ের সঙ্গে সঙ্গে সঞ্চালনাও করতেন তিনি। কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসে পড়েন ইশিকা। তারপর থেকেই অভিনয়ের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর।

একসময় স্বামীর সঙ্গে লন্ডন পাড়ি দেন অভিনেত্রী। মাঝে মধ‍্যে অবশ‍্য লন্ডন বাংলাদেশ যাতায়াত করে টুকটাক শুটিং করছিলেন ইশিকা। তবে এবার তিনি অভিনয়ে ক্ষান্ত দিতে চান। বদলে সংসার আর ধর্মীয় কাজকর্মেই মনোনিবেশ করতে চান বলে জানান অভিনেত্রী।

সংবাদ মাধ‍্যমের কাছে তাঁর বক্তব‍্য, একটানা আর অভিনয় করতে পারছেন না। তাই পাকাপাকি ভাবেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সন্তানদের মানুষ করতে হবে। সেদিকেই মনোনিবেশ করছেন ইশিকা। এছাড়া ধর্মের পথে চালনা করার চেষ্টা করছেন নিজেকে।

X