লোকের টাকা মেরে লাখ লাখ টাকার মাদক সেবন! স্ত্রীর স্বীকারোক্তির পরেই গ্রেফতার বাংলাদেশের নোবেল

বাংলাহান্ট ডেস্ক: শেষরক্ষা করা গেল না। গ্রেফতার হলেন জনপ্রিয় বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল (Noble)। এক প্রতারণার মামলার ভিত্তিতে শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হন তিনি। কিন্তু কী করেছেন নোবেল?

এমনিতে তাঁকে নিয়ে বিতর্ক, বিবাদের অন্ত নেই। তবে সাধারণত পুলিশের তরফে সাবধানবাণী পেয়েই প্রতিবার বেঁচে যান নোবেল, এবার আর সেটা হয়নি। তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ, শরিয়তপুর হাই স্কুলের একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য টাকা অগ্রিম নিয়েছিলেন তিনি।

noble man

কিন্তু টাকা নিয়েও অনুষ্ঠানে গান গাইতে আসেননি বলে অভিযোগ নোবেলের বিরুদ্ধে। প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে গ্রেফতার হলেন তিনি। উল্লেখ্য দিন কয়েক আগেই বাংলাদেশি সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন নোবেলের স্ত্রী।

নোবেলের বিরুদ্ধে বিষ্ফোরক দাবি এনেছেন সালসাবিল। শিল্পী নাকি নিয়মিত মাদক সেবন করেন। প্রতিদিন প্রায় ৪ লক্ষ টাকার মাদক সেবন করেন তিনি। তারপরেই এমন অপ্রকৃতিস্থের মতো আচরণ করেন নোবেল। মাদক না নিলে তিনি সম্পূর্ণ অন্য মানুষ বলে দাবি করেন সালসাবিল।

কিছুদিন আগে বাংলাদেশের এক কলেজের অনুষ্ঠানে গান গাইতে অভব্য আচরণের সীমা পার করেন তিনি। মঞ্চে উঠেও অসংলগ্ন আচরণ করতে শুরু করেন নোবেল। চোখ থেকে চশমাটা খুলে তিনি নিজেই পাঞ্জাবির কলারে রেখে কথা বলতে শুরু করেন শ্রোতাদের উদ্দেশ্যে।

কিন্তু কথা শেষ করেই চিৎকার শুরু করে দেন নোবেল, ‘আমার চশমাটা কই?’ চশমা পেয়ে বেসুরো গলায় ‘আমি বাংলায় গান গাই’ গাইতে শুরু করে দেন তিনি। এক সময়ে মাইক স্ট্যান্ডটাই আছড়ে ভেঙে ফেলার উপক্রম করেন তিনি। এমনকি মঞ্চের উপরে বসেও পড়েন নোবেল। শ্রোতারাও অবশ্য চুপ করে থাকেননি। জলের বোতল, জুতো ছুড়ে মারেন তারা নোবেলের দিকে। দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর