ষষ্ঠীতে কী আদৌ কাজ হবে ব্যাংকে? পুজোয় কবে কোথায় বন্ধ থাকবে? আগেভাগেই দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল মহাষষ্ঠী। অফিসিয়ালি শুরু হয়ে যাবে এবছরের দুর্গাপুজো। বাংলার সর্বত্রই এখন উৎসবের আমেজ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু জানেন দুর্গাপুজোয় কবে কবে কোথায় বন্ধ থাকছে ব্যাংক? ব্যাংকের ছুটি সাধারণত স্থানীয় উৎসব অনুযায়ী স্থির হয়। দেশের সর্বত্র একসাথে ব্যাংক নাও বন্ধ থাকতে পারে। পুজোর কটা দিন কোথায় কোথায় ব্যাংক বন্ধ থাকছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক।

•কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গেই ব্যাংক খোলা থাকছে ষষ্ঠীর দিন। এছাড়াও শুক্রবার ব্যাংক খোলা থাকবে আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দরাবাদ (তেলাঙ্গানা), ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কোহিমা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রাইপুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর, তিরুবনন্তপুরম-সহ দেশের সব জায়গায়।

আরোও পড়ুন : এক্কেবারে ভোলবদল মেট্রোর টিকিটে! নতুনগুলিতে কী সুবিধা পাবেন? জানলে আনন্দে আত্মহারা হবেন

•পশ্চিমবঙ্গের সর্বত্র ব্যাংক বন্ধ থাকবে সপ্তমীর দিন অর্থাৎ শনিবার। এছাড়াও এ দিন ব্যাংক বন্ধ থাকবে আগরতলা, গুয়াহাটি এবং ইম্ফলে। তবে দেশের অন্যত্র স্বাভাবিক কাজকর্ম চলবে ব্যাংকের।

•মহাষ্টমী এ বছর পড়েছে রবিবার। মহাষ্টমী উপলক্ষে এমনিতেই পশ্চিমবঙ্গের সর্বত্র ব্যাংক বন্ধ থাকত। তবে রবিবার সাধারণ ছুটি হওয়ায় দেশের সর্বত্র ব্যাংক বন্ধ থাকবে।

আরোও পড়ুন : লাগবে না এক টাকাও! ফ্রি’তে মিলবে ১টা LPG সিলিন্ডার, দুর্দান্ত উদ্যোগ এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

•২৩ অক্টোবর অর্থাৎ নবমীর দিন পশ্চিমবঙ্গের সর্বত্র ব্যাংক বন্ধ। এছাড়াও ওই দিন ব্যাংক খুলবে না আগরতলা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), কানপুর, কোচি, কোহিমা, লখনউ, পাটনা, রাঁচি, শিলং ও তিরুবনন্তপুরমেও।

bank bg

•সমগ্র পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ দশমীর দিন। আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ (তেলাঙ্গানা), জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রাইপুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরম সহ গোটা দেশেই এদিন ব্যাংক বন্ধ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর