বাংলাহান্ট ডেস্ক : বর্তমান যুগ অনলাইনের। সময়ের সাথে তাল মিলিয়ে ব্যাঙ্কিং পরিষেবাকেও অনলাইন করা হচ্ছে। দেশের প্রায় প্রতিটা ব্যাংকই অনলাইন মাধ্যমে কাজকর্ম শুরু করেছে। এমন অবস্থায় দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) গ্রাহকদের জন্য বড় সুখবর নিয়ে এলো। জানা যাচ্ছে এবার থেকে স্টেটমেন্টের জন্য আর গ্রাহককে ব্যাঙ্কে যেতে হবে না।
গ্রাহকরা অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবার থেকে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে পাবেন। এবার থেকে আর লাইন দিয়ে পাস বুক আপডেট করতে হবে না গ্রাহককে। এই কাজ এবার বাড়ি বসেই গ্রাহকরা করে নিতে পারবেন। এসবিআই এর পক্ষ থেকে এই পরিষেবার জন্য কিছু নম্বর গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা এই পরিষেবার সুবিধা পেতে এই নম্বরে নিজেদের মোবাইল নম্বরটি নথিভুক্ত করতে পারেন।
গ্রাহকের অনুরোধের পর ইমেইল ও মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে অ্যাকাউন্ট স্টেটমেন্ট। অনলাইনে অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাওয়ার জন্য গ্রাহককে ফোন করতে হবে গ্রাহক পরিষেবা কেন্দ্রে। ব্যাঙ্কে তরফ থেকে এর জন্য জারি করা হয়েছে টোল ফ্রি নম্বর। 1800 1234 এবং 1800 2100-র যেকোনো একটি নম্বরে গ্রাহককে প্রথমে ফোন করতে হবে।
এরপর অ্যাকাউন্ট ব্যালেন্স ও লেনদেন সংক্রান্ত তথ্যের জন্য এক নম্বর বটন টিপতে হবে। এরপর আপনাকে প্রদান করতে হবে আপনার অ্যাকাউন্টের শেষ চারটি নম্বর। এরপর অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাওয়ার জন্য দুই নম্বর বাটন টিপতে হবে। এরপর নির্দিষ্ট সময়কাল সিলেক্ট করলেই আপনার ইমেইল এড্রেসে ও মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে অ্যাকাউন্ট স্টেটমেন্ট।