বাংলা হান্ট ডেস্ক: কেদারনাথ যাত্রীদের জন্য চালু হলো না ব্যবস্থা। এইচডিএফসি ব্যাংকের নতুন পদক্ষেপে দুর্গম এই তীর্থস্থানে চালু হলো এটিএম পরিষেবা। আজ শুক্রবার প্রথমেই এটিএম পরিষেবা চালু হয়েছে বলে জানা গেছে।
এর আগেও কেদারনাথের দুর্গম পরিবেশে চালু হয়েছিল ব্যাঙ্কিং পরিষেবা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চালু করা এই পরিষেবায় উপকৃত হয়েছিল লক্ষ লক্ষ তীর্থযাত্রী। শুধু তাই নয় আশেপাশের জনপদগুলির বাসিন্দারাও এই পরিষেবা ভোগ করতে সক্ষম হয়েছিল। কিন্তু ২০১৩ সালের বিধ্বংসী বন্যায় সেই শাখা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর সেখানে অন্য কোন ব্যাংক নতুন করে পরিষেবা দেওয়ার চেষ্টা করেনি।
কিন্তু এবার অবস্থা রং বদল করছিল ছয় বছর পর এইচডিএফসি ব্যাংক এই তীর্থপথে ফের আনলো ব্যাংকিং পরিষেবা। কেদারনাথ মূল মন্দির লাগোয়া এই এটিএম চালু হওয়ার সঙ্গে যাত্রী ও স্থানীয় বাসিন্দারা দুর্গম পাহাড়ি অঞ্চলে জীবনযাত্রার সুবিধা করে তুলতে সক্ষম হয়েছেন।