বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে আরও একটি বছর অতিক্রম করে ফেললাম আমরা। ইতিমধ্যেই চলতি বছর শেষ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি। আর তারপরেই আমরা পৌঁছে যাব নতুন বছরে (New Year) অর্থাৎ ২০২৪-এ। এমতাবস্থায়, নতুন বছরের কাউন্টডাউন শুরু হতে না হতেই আগামী মাসে অর্থাৎ নতুন বছরের প্রথম মাসে কত দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে সেই বিষয়টি সামনে এসেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্যাঙ্কিং পরিষেবাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিষেবা হিসেবে বিবেচিত করা হয়। এমন পরিস্থিতিতে, গ্রাহকদের ব্যাঙ্কের ছুটির তালিকাটি অবশ্যই জেনে রাখা উচিত। নাহলে তাঁরা দুর্ভোগের শিকার হতে পারেন। তাই, বর্তমান প্রতিবেদনটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। জানিয়ে রাখি যে, আগামী মাসে দেশে ব্যাঙ্কগুলি ১৬ দিনের জন্য বন্ধ থাকবে।
ইতিমধ্যেই RBI-এর তরফে ছুটির এই তালিকা প্রকাশ করা হয়েছে। তবে বিভিন্ন রাজ্যের পরিপ্রেক্ষিতে এই তালিকা তৈরি করা হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ দিন এবং উৎসবের ভিত্তিতে রাজ্যগুলিতে ব্যাঙ্কের ছুটি নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, গ্রাহকেরা ছুটির দিনগুলিতে মোবাইল ব্যাঙ্কিং, UPI এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবাগুলির মাধ্যমে তাঁদের কাজগুলি করতে পারবেন। অর্থাৎ, ব্যাঙ্ক ছুটি থাকলেও ডিজিটাল পরিষেবাগুলি সচল থাকবে।
আরও পড়ুন: চোখের পলকে বিক্রি হল ৪ কোটির ৬০০ টি ফ্ল্যাট! মুম্বই নয়, ভারতের এই শহরই হয়ে উঠেছে ধনীদের ঠিকানা
কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক:
১. ১ জানুয়ারি (সোমবার): নিউ ইয়ার উপলক্ষ্যে ছুটি থাকবে ব্যাঙ্ক
২. ৭ জানুয়ারি: রবিবার
৩. ১১ জানুয়ারি (বৃহস্পতিবার): মিশনারি ডে উপলক্ষ্যে মিজোরামে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৪. ১২ জানুয়ারি (শুক্রবার): স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৫. ১৩ জানুয়ারি: মাসের দ্বিতীয় শনিবার
৬. ১৪ জানুয়ারি: রবিবার
৭. ১৫ জানুয়ারি (সোমবার): মকর সংক্রান্তির পাশাপাশি পোঙ্গল ও তিরুভাল্লুভার দিবস উপলক্ষ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুরু, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ চেন্নাই, গ্যাংটক ও গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে
৮. ১৬ জানুয়ারি (মঙ্গলবার)- টুসু পুজো উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ ও আসামে বন্ধ থাকবে ব্যাঙ্ক
আরও পড়ুন: আর নয় ডলার, এই দেশ থেকে প্রথমবারের মতো রুপিতে কেনা হল তেল, নয়া ইতিহাসের পথে ভারত
৯. ১৭ জানুয়ারি (বুধবার): গুরু গোবিন্দ সিং জয়ন্তী উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০. ২১ জানুয়ারি: রবিবার
১১. ২৩ জানুয়ারি (মঙ্গলবার): নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১২. ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার): রাজ্য দিবস উপলক্ষ্যে এই দিনহিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩. ২৬ জানুয়ারি (শুক্রবার): প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে
১৪. ২৭ জানুয়ারি: মাসের চতুর্থ শনিবার
১৫. ২৮ জানুয়ারি: রবিবার
১৬. ৩১ জানুয়ারি (বুধবার): মি-দাম-মি-ফি উপলক্ষ্যে অসমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।